রিয়াধ: বছর ৪০-র গণ্ডি পার করেছে। এখনও পর্যন্ত তাঁর ধার বা গোল করার খিদে একটুও কমেনি। তবে বয়স যেহেতু ৪০ পার করেছে, তাই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) ভবিষ্যৎ নিয়ে জল্পনা কিন্তু শুরু হয়ে গিয়েছে। এবার নিজেই তিনি নিজের ভবিষ্যৎ নিয়ে আপডেট দিলেন।

Continues below advertisement

ইতিমধ্যেই বিভিন্ন দেশের লিগ জয় থেকে শুরু করে গোল্ডেন বুট জয়, সবই হয়ে গিয়েছে। তবে এখনও পর্যন্ত বিশ্বকাপ জয়টা অধরাই। ১৩ নভেম্বর রিপাবলিক অফ আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে মাঠে নামবে রোনাল্ডোর নেতৃত্বাধীন পর্তুগাল। তাঁর দল গ্রুপ এফ-র শীর্ষে রয়েছে। আইরিশদের বিরুদ্ধে জিতলেই বিশ্বকাপে নিজেদের স্থান পাকা করে নেবে পর্তুগাল। দলের নেতা 'সিআর৭' জানাচ্ছেন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডাতে আয়োজিত আগামী বছরের বিশ্বকাপই (FIFA World Cup 2026) কিন্তু নিঃসন্দেহে তাঁর শেষ বিশ্বকাপ হবে।

রোনাল্ডোর দাবি তিনি হয়তো আর এক, দুই বছরে পেশাদার ফুটবল থেকে অবসর নেবেন। পর্তুগিজ মহাতারকা বলেন, 'শীঘ্রই (অবসর নেব)। আর আমার শীঘ্রই মানে হয়তো এক, দুই বছর। তবে হ্যাঁ, আমি খেলার সঙ্গে যুক্ত থাকব।' রোনাল্ডোকে আরও প্রশ্ন করা হয়েছিল ২০২৬ সালের বিশ্বকাপই কি তাঁর শেষ বিশ্বকাপ হতে চলেছ? জবাবে তিনি সাফ জানিয়ে দেন, 'নিঃসন্দেই হ্যাঁ। আমার ৪১ বছর বয়স হয়ে যাবে এবং আমার মনে হয় ওটাই সেই মুহূর্ত।'

Continues below advertisement

বিশ্ব ফুটবলে প্রায়ই রোনাল্ডো না মেসি, কে বিশ্বের সেরা সেই নিয়ে জল্পনা-কল্পনা, তর্ক-বিতর্ক চলে। অনেকেই মনে করেন ২০২২ সালে বিশ্বজয়ের পর 'G.O.A.T'-তর্কে রোনাল্ডোকে পিছনে ফেলে দিয়েছেন মেসি। এবার চিরপ্রতিদ্বন্দ্বীর সেই বিশ্বজয় নিয়েই মুখ খুললেন রোনাল্ডো। রোনাল্ডোর মতে আর্জেন্তিনা ফুটবল দলের যা ইতিহাস, তাতে বিশ্বকাপ জেতাটা মেসি তথা আলবিসেলেস্তের জন্য খুবই স্বাভাবিক বিষয়।

এক পডকাস্টে রোনাল্ডো দাবি করেন, 'মেসির আগে আর্জেন্তিনা কতগুলি বিশ্বকাপ জিতেছে? আমি সঠিক জানি না, দুইবার? এটা স্বাভাবিকই। এই দেশগুলি তো বড় বড় টুর্নামেন্ট জিততে অভ্যস্ত। এখন যদি ব্রাজিল বিশ্বকাপ জেতে তাহলে কি ওরা গোটা বিশ্বকে চমকে দেবে? না।'

এরপরেই রোনাল্ডো লাতিন আমেরিকান জায়ান্টদের সঙ্গে নিজের দেশ পর্তুগালের তুলনা টেনে দাবি করেন পর্তুগালের বিশ্বজয়টা সকলকে চমকে দেবে। 'পর্তুগাল যদি বিশ্বকাপ জেতে তাহলে কি সেটা বিশ্বকে চমকে দেবে? হ্যাঁ। তবে আমার মাথায় আমি এগুলিকে এমনভাবে ভাবি না।' দাবি 'সিআর৭'-র।