নয়াদিল্লি: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতেই শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ (ODI World Cup 2023)। সদ্যই এশিয়া কাপ জিতেছে ভারতীয় দল (Indian Cricket Team)। এবার আইসিসি ট্রফি জয়ের খরা কাটাতেও বদ্ধপরিকর হয়ে বিশ্বকাপে মাঠে নামবে টিম ইন্ডিয়া। দলকে খেতাব জেতাতে যে তিনিও মরিয়া সে কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)।
২০১১ সালে শেষবার ঘরের মাটিতে আয়োজিত ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছিল ভারত। এবারও দল সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটাবে বলেই আশায় ভারতীয় দলের অনুরাগীরা। কোহলিও কিন্তু এই ভক্তদের জন্যই বিশ্বকাপ জিততে চান বলে জানান। তিনি বলেন, 'আমাদের সমর্থকদের প্যাসান ও দলের প্রতি সমর্থনই আমাদের বিশ্বকাপ জেতার সবথেকে বড় অনুপ্রেরণা। অতীতে বিশ্বকাপ জয়, বিশেষত ২০১১ সালের বিশ্বকাপ জয়ের স্মৃতি এখনও আমাদের মনে রয়েছে। এবার আমরা নতুন স্মৃতি তৈরি করতে চাই। ওদের স্বপ্ন সত্যি করার জন্য আমরা নিজেদের সবটা উজাড় করে দেব।'
কোহলির মতোই প্রায় একই সুর শোনা যায় দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja)C গলাতেও। জাডেজা বলেন, 'ক্রিকেটার হিসাবে কোটি কোটি অনুরাগীর সমর্থন পাওয়া, সাফল্যের জন্য তাঁদের গলা ফাটানোর থেকে বড় কিছুই হতে পারে না। গোটা দেশের সঙ্গে আমরা এই সফরে ব্রত হব। আমরা নিজেদের পারফরম্যান্সের মাধ্যমে সমর্থকদের মুখ উজ্জ্বল করার জন্য বদ্ধপরিকর।'
ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেন্নাইয়ে মুখোমুখি হবেন রোহিত শর্মারা। তবে বিশ্বকাপের আগে অজ়িদের বিরুদ্ধেই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজেও মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। ২২ সেপ্টেম্বর থেকে সেই সিরিজ শুরু হবে। আজই সেই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের জন্য ভারতীয় দলের ঘোষণাও করে দিয়েছে নির্বাচকমণ্ডলী। প্রথম দুই ম্যাচে রোহিত, হার্দিক, কোহলিদের অনুপস্থিতিতে কেএল রাহুলকে দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। তবে তৃতীয় ওয়ান ডেতে ফিরবেন রোহিতরা। বিশ্বকাপের প্রাক্কালে এই সিরিজে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন আর অশ্বিনও।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ভেঙেছে হাত, বিশ্বকাপের প্রথমার্ধ থেকে ছিটকে গেলেন অজ়ি তারকা