নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্য সমাপ্ত ওয়ান ডে সিরিজের চতুর্থ ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। বিশ্বকাপের আগে তাঁর এই চোট অজ়ি সমর্থকদের চিন্তা বাড়িয়েছিল। চিন্তা ছিল বিশ্বকাপ থেকেই না তাঁকে ছিটকে যেতে হয়। সেই আশঙ্কা খানিকটা সত্যি হল। গোটা বিশ্বকাপ থেকে না হলেও, বিশ্বকাপের প্রথমার্ধে খেলতে পারবেন না ট্রাভিস হেড (Travis Head)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ হারের দিনই জানিয়ে দিলেন অজ়ি কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড (Andrew McDonald)।


প্রোটোরিয়ায় ভারত-দক্ষিণ আফ্রিকার চতুর্থ ওয়ান ডে ম্য়াচের ব্যাটিংয়ের সময় প্রোটিয়া ফাস্ট বোলার জেরাল্ড কোয়েটজ়ার বল হেডের হাতে লাগে। তাঁর হাত যায় ভেঙে। ম্যাকডোনাল্ড জানান যে হেডের বাঁ হাতের জয়েন্ট ভেঙে গিয়েছে, তবে তাঁকে অস্ত্রোপ্রচার করাতে হবে না। অস্ত্রোপ্রচার না করাতে হলেও, হেডের ফিট হওয়ার জন্য প্রায় মাসখানেক সময় লাগবে। তাই আপাতত তিনি বিশ্বকাপের প্রথমার্ধ থেকে ছিটকে গেলেও, আদৌ তাঁর পক্ষে বিশ্বকাপ খেলা সম্ভব হবে কি না সেই নিয়েও প্রশ্নচিহ্ন রয়েছে।


অজ়ি কোচ ম্যাকডোনাল্ড বলেন, 'এখনই নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা যাচ্ছে না। তবে ভাল বিষয় হল ওর অস্ত্রোপ্রচারের প্রয়োজন নেই। বেশি কিছুদিন ও মাঠের বাইরে থাকবে। আমরা ওকে বিশ্বকাপের প্রথমার্ধ যে পাব না সেটা নিশ্চিত। তাই দলের ১৫ জন বাছাই করার ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমি নিশ্চিতভাবে কোনও সময়সীমা জানাতে পারব না এখনই।'


একজনের দুর্ভাগ্য কিন্তু অন্যজনের জন্য সুযোগ হয়ে সামনে আসে। হেডের চোটের ফলে অজ়ি ক্রিকেটমহলে আবার মার্নাস লাবুশেনকে (Marnus Labuschagne) নিয়ে আলাপ আলোচনা শুরু হয়েছে। লাবুশেনকে অস্ট্রেলিয়ার প্রাথমিক দলে রাখা হয়নি। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি দুর্দান্ত পারফর্ম করেছেন। ৭০.৭৫ গড়ে সিরিজ়ে সর্বাধিক ২৮৩ রান করেছেন তিনি। হেড ফিট না হতে পারলে, অনেকেই লাবুশেনকে দলে নেওয়ার দাবি তুলছেন।


এই বিষয়ে কথা বলতে গিয়ে ম্যাকডোনাল্ড বলেন, 'মার্নাস দারুণ ক্রিকেটার। বিগত বছর দেড়েক ওয়ান ডে ক্রিকেটে ওর সময়টা ভাল কাটেনি। তবে এই সিরিজ়ে সুযোগ পেয়ে ও সেটাকে কাজে লাগিয়েছে। ১৫ জনের দলে ঢোকার দৌড়ে ও যে বড় দাবিদার, সেই নিয়ে সন্দেহ নেই।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: নাসিম শাহ, অক্ষর প্যাটেল থেকে টিম সাউদি, বিশ্বকাপের প্রাক্কালে চোটের কবলে কারা কারা ?