ইনদওর: টসের সময় ভারতীয় অধিনায়ক শুভমন গিল জানিয়েছিলেন মিডল ওভারে ভারতের উইকেট নেওয়ার বিষয়ে উন্নতি করার প্রয়োজন। সেটাই তৃতীয় ওয়ান ডেতে (IND vs NZ) দলের লক্ষ্যও। তবে কোথায় কী! নতুন বলে এবং ইনিংসের শেষে একের পর এক উইকেট নিলেও মাঝের ওভারে উইকেট নিতে সম্পূর্ণ ব্যর্থ ভারতীয় বোলাররা। পাল্টা ড্যারেল মিচেল (Daryl Mitchell) এবং গ্লেন ফিলিপ্স (Glenn Phillips) এই মাঝের ওভারগুলিতেই ভারতকে চাপে ফেললেন।
দুই কিউয়ি মিডল অর্ডার ব্যাটারের চোখধাঁধানো পার্টনারশিপ এবং অনবদ্য সেঞ্চুরিতে ভর করেই ইনদওরে তৃতীয় ওয়ান ডে ম্যাচে আট উইকেটের বিনিময়ে ৩৩৭ রান তুলল নিউজ়িল্যান্ড। তবে ইনদওরের রেকর্ড বলছে হাইস্কোরিং এই ম্যাচে প্রথম ইনিংসে গড় রান ৩২৮। তাই কিউয়িদের এই স্কোর বড় হলেও, ভারতের পক্ষে এই রান তাড়া করা অসম্ভব কিছু নয়।
এদিন ভারতীয় দল এক বদল ঘটিয়ে মাঠে নামে। প্রসিদ্ধ কৃষ্ণের বদলে একাদশে সুযোগ পান অর্শদীপ সিংহ। ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক গিল। শুরুতেই তাঁর সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে পরের পর উইকেট নেন অর্শদীপ ও হর্ষিত রানা। পাঁচ রানের ব্যবধানেই দুই ওপেনারের উইকেট তুলে নেয় ভারত। এরপর উইলং ইয়ং ৩০ রানের ইনিংস খেলে দলকে সাময়িকভাবে বিপদ থেকে মুক্ত করেন। তবে হর্ষিত তাঁকেও সাজঘরে ফেরান। ৫৮ রানে তিন উইকেট হারিয়ে ফেলে কিউয়িরা।
এমন সময়েই ইনফর্ম ড্যারেল মিচেলকে সঙ্গ দিতে নামেন গ্লেন ফিলিপ্স। শুরু হয় পাল্টা লড়াই। দেখতে দেখতেই ৫৬ বলে অর্ধশতরান হাঁকিয়ে ফেলেন মিচেল। ৫৩ বলে হাফসেঞ্চুরি করেন ফিলিপ্স। ১০০, ১৫০, ২০০, ২৫০ রানের গণ্ডি পার করতে থাকে নিউজ়িল্যান্ড। ফের একবার মাঝের ওভারগুলিতে নির্বিষ দেখায় ভারতীয় বোলিংকে। মিচেল চার ইনিংসে নিজের তৃতীয় শতরান পূরণ করতে নেন ১০৬ বল। ফিলিপ্স তো আরও কম, ৮৩ বলে শতরান পূরণ করেন।
অবশেষে ১০৬ রানে ফিলিপ্সকে ফিরিয়ে ভারতকে চতুর্থ সাফল্য এনে দেন অর্শদীপ। পরের ওভারেই ১৩৭ রানে মিচেলকে সাজঘরে ফেরান মহম্মদ সিরাজ। শেষের দিকে অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল দ্রুত ২৮ রানের ইনিংস খেলে দলের স্কোর তিনশোর গণ্ডি পার করান। এবার দেখার এই স্কোর জয়ের জন্য যথেষ্ট হয় কি না।