সিডনি: গতকাল ৮২ রান এগিয়ে ছিল পাকিস্তান। প্রথম ইনিংসে লিড পাওয়ার পরও সেই লিড কাজে লাগাতে পারেনি শান মাসুদের দল। দ্বিতীয় ইনিংসে ব্য়াট করতে নেমে মাত্র ১১৫ রানে অল আউট হয়ে যায় পাক শিবির। অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা ছিল মাত্র ১৩০। যা ২ উইকেট খুঁইয়ে হেসেখেলে করে নিল অজি শিবির। কেরিয়ারের শেষ টেস্ট ইনিংসেও অর্ধশতরান হাঁকালেন ডেভিড ওয়ার্নার। ম্যাচের সেরা হলেন আমের জামাল। সিরিজ সেরা প্যাট কামিন্স। ১৯৯৫ সালে শেষবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতেছিল পাক দল। ১৯৯৯ সালে শেষবার অজি দেশে টেস্ট ড্র করতে পেরেছিল তাঁরা। আজকের পর মোট ১৭টি টেস্ট টানা অস্ট্রেলিয়ার মাটিতে হারতে হল পাকিস্তানকে। 


গতকাল ৬৭/৭ থেকে এদিনের খেলা শুরু করেছিল পাকিস্তান। ক্রিজে ছিলেন মহম্মদ রিজওয়ান ও আমের জামাল। এদিন ম্যাচের প্রথম উইকেট হিসেবে প্যাভিলিয়নে ফেরেন রিজওয়ান। ২৮ রান করে নাথান লিয়ঁর বলে ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। প্রথম ইনিংসে রিজওয়ানের মতই অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন আমের জামাল। কিন্তু এদিন ১৮ রান করেই ফিরতে হয় তাঁকে। শেষ পর্যন্ত পাকিস্তান শিবির ১১৫ রানে অল আউট হয়ে যায়। এদিনের তিনটি উইকেটই নাথান লিঁয় তুলে নেন।


১৩০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমেছিলেন উসমান খাওয়াজা ও ডেভিড ওয়ার্নার। নিজের শেষ টেস্ট ইনিংস খেললেন বাঁহাতি ওয়ার্নার। মাঠে ব্যাট করতে নামার সময় পাক দলে গার্ড অফ অনার দিয়ে সম্মান জানায় তাঁকে। খাওয়াজা প্রথম ওভারেই সাজিদের বলে কোনও রান না করেই প্য়াভিলিয়ন ফেরেন। তবে মার্নাস লাবুশেনের সঙ্গে জুটি বেঁধে দলের জয় নিশ্চিত করেন ওয়ার্নার। ৭টি বাউন্ডারির সাহায্যে ৫৭ রানের ইনিংস খেলেন তিনি। লাবুশেন ৯টি বাউন্ডারির সাহায্যে ৬২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। স্মিথ ৪ রানে অপরাজিত থাকেন। 


এদিকে, ভারত ও অস্ট্রেলিয়া - দুই দলই ১১৮ রেটিংয়ে ছিল। তবে পয়েন্টে এগিয়ে ছিল ভারত। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ ১-১ ফলে শেষ হওয়ায় ভারত এক রেটিং পয়েন্ট হারায়। তাতেই শীর্ষে উঠে এসেছে অস্ট্রেলিয়া। ভারত নেমে গিয়েছে দুই নম্বরে। অস্ট্রেলিয়া ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম দুই টেস্টেই জিতেছে। ১১৮ পয়েন্টেই রয়ে গিয়েছেন প্যাট কামিন্সরা।


এর ফলে তিন ধরনের ক্রিকেটেই বিশ্বের এক নম্বর দল হওয়ার স্বীকৃতি হারাল ভারত। টেস্ট ছাড়াও ওয়ান ডে ও টি-টোয়েন্টি ফর্ম্যাটে বিশ্বের এক নম্বর দল ছিল ভারতই। ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দল হিসাবে তিন ধরনের ফর্ম্যাটে পয়লা নম্বরে পৌঁছেছিল ভারত। টেস্টে সিংহাসনচ্যুত হওয়ার পর এখন শুধু ওয়ান ডে ও টি-টোয়েন্টিতে বিশ্ব ব়্যাঙ্কিংয়ের শীর্ষে রইল ভারত।