সিডনি: আমদাবাদ বিমান দুর্ঘটনার (Ahmedabad plane crash) ঘটনায় ২৬৫ জনের মৃত্যু হয়েছে। গুজরাতের রাজধানী শহরে ঘটা এই ঘটনা কেবল ভারতের মানুষকেই নয়, সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। এই মর্মান্তিক ঘটনায় সবাই শোকাহত। এদিকে, অস্ট্রেলিয়া দলের প্রাক্তন ক্রিকেটার ডেভিড ওয়ার্নারও (David Warner) এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। ওয়ার্নার বলেছেন যে, তিনি এখন থেকে আর কখনও এয়ার ইন্ডিয়ার বিমানে সফর করবেন না।
উদ্বিগ্ন ওয়ার্নার
অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ডেভিড ওয়ার্নার আগেও এয়ার ইন্ডিয়ার পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছেন। একবার ওয়ার্নার এক্স হ্যান্ডলে পোস্ট করে লিখেছিলেন যে, তাঁকে এয়ার ইন্ডিয়ার এমন একটি ফ্লাইটে বোর্ডিং করানো হয়েছিল, যেখানে কোনও পাইলট ছিলেন না! ওয়ার্নার এয়ার ইন্ডিয়াকে প্রশ্ন করেছিলেন যে, যখন আপনাদের কোনও পাইলট নেই, তা হলে আপনারা কেন মানুষকে ফ্লাইটে বসান? এখন ওয়ার্নার আমদাবাদে হওয়া দুর্ঘটনার পর এয়ার ইন্ডিয়ার বিমানে চড়বেন না বলে সরাসরি জানিয়ে দিয়েছেন।
ডেভিড ওয়ার্নার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে বিভিন্ন দেশে হওয়া লিগগুলির সঙ্গে যুক্ত থাকেন। এবার আইপিএলে ডেভিড ওয়ার্নারকে নেওয়ার ব্যাপারে কোনও দলই আগ্রহ দেখায়নি। তিনি IPL 2025-এ আনসোল্ড ছিলেন। তবে ওয়ার্নারকে পাকিস্তান সুপার লিগে খেলতে দেখা গিয়েছিল। ওয়ার্নারের ভারত এবং ভারতের মানুষের প্রতি বিশেষ টান রয়েছে। অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি খেলোয়াড় বহুবার ভারতের প্রশংসা করেছেন। এই দেশকে ওয়ার্নার নিজের দ্বিতীয় বাড়ি মনে করেন। ওয়ার্নার আগে তাঁর এক বিবৃতিতে বলেছিলেন যে, যখন তিনি ক্রিকেট থেকে অবসর নেবেন, তারপর তিনি ভারতে থাকতে চাইবেন। বিভিন্ন দক্ষিণী সিনেমার গানে তাঁকে নেচে সোশ্যাল মিডিয়ায় রিল পোস্ট করতে দেখা যায়।
আমদাবাদের দুর্ঘটনাস্থলে এখনও চলছে উদ্ধারকাজ। আজও উদ্ধার হয়েছে দেহাংশ। পাঠানো হচ্ছে মর্গে। একযোগে কাজ করছে এনডিআরএফ, দমকল, ফরেন্সিক, ডিজিসিএ-সহ একাধিক উদ্ধারকারী ও তদন্তকারী সংস্থা।
আমদাবাদে বিমান বিপর্যয়ের পর এয়ার ইন্ডিয়াকে চিঠি ব্যুরো অফ সিভিল এভিয়েশনের। ১৩ দিনের মধ্যে জানাতে হবে উড়ানের রেজিস্ট্রেশন ডিটেল, মেনটেনেন্স হিস্ট্রি, ট্র্যাক রেকর্ড-সহ যাবতীয় তথ্য।
উদ্ধার হওয়া বিমানের ব্ল্যাক বক্সেই লুকিয়ে বিমান দুর্ঘটনার আসল কারণ? চলছে তথ্য বিশ্লেষণের কাজ। নাশকতার আশঙ্কা ওড়াচ্ছে না সরকার? তদন্তে NSG, NIA, গুজরাত ATS।