নয়াদিল্লি: সাম্প্রতিক সময়ে দীপক চাহার বারংবার চোট আঘাতে ভুগেছেন। এই চোটের জেরেই ম্যাচ ফিটনেসের অভাবে বিশ্বকাপ দলেও সুযোগ পাননি তিনি। তবে চলতি ভারত-অস্ট্রেলিয়া (IND vs AUS T20I) সিরিজ়েই তিনি জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটিয়েছেন। সিরিজ়ের শেষ তিন ম্যাচে তাঁকে ভারতীয় দলে (Indian Cricket Team) ডেকে নেওয়া হয়েছে। দীপক চাহার (Deepak Chahar) নিজের সাদা বল বিশেষজ্ঞের তকমা ঝেড়ে ফেলে লাল বলের ক্রিকেটেও জাতীয় দলের প্রতিনিধিত্ব করার জন্য মুখিয়ে রয়েছেন।
প্রথম শ্রেণির ক্রিকেটে চাহারের রেকর্ড কিন্তু মন্দ নয়। ৪৭টি ম্যাচে তিনি ১৩০টি উইকেট নিয়েছেন। তারকা অলরাউন্ডার ধাপে ধাপে নিজেকে টেস্ট ক্রিকেটের জন্য তৈরি করতে আগ্রহী। সম্প্রতি এক সাক্ষাৎকারে চাহার বলেন, 'আমরা যাই করি না কেন, তার জন্য তো প্রস্তুতির প্রয়োজন। গত মরশুমের রঞ্জি ট্রফি এবং আইপিএলের জন্য আমি ভালভাবেই প্রস্তুতি সেরেছিলাম। আমায় যদি হঠাৎ করে টেস্ট ম্যাচ খেলতে নেমে পড়তে বলা হয়, তাহলে তো সেটা করতে পারব না আমি। কেউই সেটা করতে পারবে না বলেই আমরা ধারণা। আমি অন্তত মাসখানেক আগে বললে আমি সেইমতো প্রস্তুতি শুরু করব। সেই বুঝেই প্রস্তুতি শুরু করব। আমার হাতে সুইং রয়েছে, আমি পরিকল্পনাও তৈরি করতে পারি। তবে শুধুমাত্র আমায় একটা মাস প্রস্তুতির জন্য দিতে হবে। আমি ভারতের হয়ে টেস্ট ক্রিকেট খেলতে পারলে খুবই খুশি হব।'
মুস্তাক আলি ট্রফিতে পাঁচ ম্যাচ খেলে ১০টি উইকেট নিয়েছিলেন চাহার। সুতরাং, তিনি ফর্মেই রয়েছেন। ফর্মে থাকতে থাকতেই তাঁকে জাতীয় দলে ডাকা হয়েছে। পরের বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হবে। সেই কথা মাথায় রেখে এমন সময়ে জাতীয় দলে প্রত্যাবর্তন, চাহারের কাজে কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ। তাঁর সামনে দলে নিজের জায়গা পাকা করে নেওয়ার সুযোগ রয়েছে। চাহার জানান তিনি হয় ঘাস থাকা পিচ এবং মন্থর গতির পিচ, দুই ধরনের ২২ গজেই খেলতে পছন্দ করেন। তবে যে পিচগুলি কেবল ব্যাটারদের সাহায্য করে, এমন পিচে খেলা, তাঁর না পসন্দ। জাতীয় দলে সুযোগ তো পেয়েছন। শুক্রবার ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টি-টোয়েন্টিতে তিনি একাদশে সুযোগ পান কি না, সেটাই দেখার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y
আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনাল হেরে কান্নায় ভেঙে পড়েছিলেন রোহিত, বিরাট: আর অশ্বিন