নয়াদিল্লি: অতীতে শেন ওয়ার্ন, কেভিন পিটারসেনদের ইংল্যান্ডের বিখ্যাত কাউন্টি হ্যাম্পশায়ারের (Hampashire) হয়ে ২২ গজ কাঁপিয়েছেন। সেই কাউন্টি দলেরই স্বত্ব কিনতেই আগ্রহী আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। দুই দলের মালিকপক্ষের মধ্যে এ বিষয়ে কথাবার্তাও বেশ খানিকটা এগিয়েছে বলে খবর।
দিল্লি ক্যাপিটালসের (অতীতে দিল্লি ডেয়ারডেভিলস) অন্যতম কর্ণধার জিএমআর গ্রুপ হ্যাম্পশায়ারের স্বত্ব কিনতে আগ্রহী। রিপোর্ট অনুযায়ী হ্যাম্পশায়ারের প্রাক্তন চেয়ারম্যান রড ব্র্যান্সগ্রোভ এবং জিএমআর গ্রুপের মধ্যে মালিকানার বিষয়ে কথাবার্তাও অনেকটাই এগিয়ে গিয়েছে। দলের প্রাক্তন চেয়ারম্যান হলেও রড এখনও হ্যাম্পশায়ার ক্লাবের সিংহভাহ স্বত্বের মালিক। রিপোর্ট দাবি করা হয়, 'ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল দিল্লি ক্যাপিটালসের অন্যতম কর্ণধারের সঙ্গে হ্যাম্পশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের সিংহভাগ স্বত্বের মালিকের নিজের স্বত্ব বিক্রি করার কথা অনেকটাই এগিয়ে গিয়েছে।'
এই চুক্তি সম্পূর্ণ হলে ইংল্যান্ড কাউন্টি ক্লাবই প্রথম ক্লাব হবে যাদের মালিক ভিনদেশী। অবশ্য এই প্রথম নয়, এর আগেই আইপিএলের এক ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল হ্যাম্পশায়ার। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত এই সম্পর্ক ছিল। সেই সময় তারা হ্যাম্পশায়ার রয়্যালস নামেই পরিচিত ছিল। তবে সেক্ষেত্রে বিষয়টা মালিকানার নয়, বরং পার্টনারশিপের ছিল। সেই দিক থেকে এই ঘটনা প্রথমবার ঘটতে চলেছে।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড তাঁদের ঘরোয়া দলগুলির ৫০ শতাংশ পর্যন্ত স্বত্ব বিদেশি মালিকদের হাতে তুলে দিতে প্রস্তুত। তবে হ্যাম্পশায়ার প্রথম ইংল্যান্ডের দল হলেও, জিএমআর গ্রুপ কিন্তু অনেক দেশেরই একাধিক ফ্র্যাঞ্চাইজির কর্ণধার। দিল্লি ক্যাপিটালস, সিয়াটেল ওরকারসের মালিকও জিএমআর গ্রুপই।
রোহিতের বিমান বিভ্রাট
এক বছরের অধিক সময় জাতীয় দলের হয়ে কোনওরকম টি-টোয়েন্টি ম্যাচই খেলেননি রোহিত শর্মা (Rohit Sharma)। ২০২৩ সালে ৫০ ওভারের বিশ্বকাপের বছরে ওই ফর্ম্যাটেই মনোনিবেশ করেছিলেন তিনি। তবে এই বছর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে। বিশ্বকাপের দল নির্বাচনের আগে আফগানিস্তানের বিরুদ্ধেই (IND vs AFG) ভারতের শেষ আন্তর্জাতিক সিরিজ়। আর এই সিরিজ়েই নিজের টি-টোয়েন্টি প্রত্যাবর্তন ঘটাচ্ছেন রোহিত।
দীর্ঘদিন পর রোহিতকে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভারতীয় সমর্থকরা। তবে ম্যাচের আগে রোহিতের প্রস্তুতিতে খানিকটা বিঘ্নই ঘটল। বিঘ্ন ঘটাল তাঁর বিমান। রোহিত যে চাটার্ড বিমানে করে চণ্ডীগড়ে পৌঁছন, তা নির্ধারিত সময়ের বেশ খানিকটা পরেই পৌঁছয়। ম্যাচের আগে একমাত্র অনুশীলন সেশনে মোহালির কনকনে ঠান্ডার সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ ছিল রোহিতের। তাই সেই সুযোগ কোনওভাবেই হাতছাড়া করতে চাননি ভারতীয় অধিনায়ক। সেই জন্যই রিপোর্ট অনুযায়ী তিনি তড়ঘড়ি চণ্ডীগড় বিমানবন্দর থেকেই স্টেডিয়ামের উদ্দেশে রওনা দেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: আইপিএলের প্রস্তুতি শুরু, অনুশীলনে নেমে পড়লেন মহেন্দ্র সিংহ ধোনি