নয়াদিল্লি: বিশ্বের জনপ্রিয়তম ক্রীড়াবিদদের মধ্যে বিরাট কোহলির (Virat Kohli) নাম একেবারে উপরের দিকে থাকবে। কোহলিই গুগলের ২৫ বছরের ইতিহাসের সবথেকে বেশি সার্চ করা ক্রিকেটার। সচিন তেন্ডুলকর, রোহিত শর্মাদের পিছনে ফেলে শীর্ষস্থান দখল করেন তিনি। বিশ্বের প্রায় সব প্রান্তেই তাঁর জনপ্রিয়তা রয়েছে। 


বিখ্যাত ইউটিউবার স্পিডও কোহলিভক্ত। তিনি গত বছর বিশ্বকাপের সময় ভারতেও এসেছিলেন। বিরাটের জার্সি পরে দেখেছিলেন ম্যাচও। সেই স্পিডই ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডোকে (Ronaldo) বিরাট কোহলিকে চেনেন কি না প্রশ্ন করেন। ফুটবলপাগল দেশ ব্রাজিলে ক্রিকেটের জনপ্রিয়তা খুবই কম। রোনাল্ডোকে কোহলি প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে, তিনি প্রথমে তাঁকে চেনেন না বলে দেন। তবে বিরাটের ছবি দেখাতেই কিন্তু বিষয়টা বদলে যায়। ব্রাজিলিয়ান কিংবদন্তি নামে না চিনলেও, ছবি দেখাতেই কোহলিকে চিনতে পারেন।


প্রসঙ্গত, আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচের মাধ্যমেই বিরাট কোহলির আন্তর্জাতিক টি-টোয়েন্টি প্রত্যাবর্তন ঘটানোর কথা। তবে সিরিজ়ের প্রথম ম্যাচে মোহালিতে খেলবেন না কোহলি। বুধবার সাংবাদিক বৈঠকে এসে তা জানিয়ে দিলেন ভারতীয় দলের হেডকোচ রাহুল দ্রাবিড়। 


 






দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে রোহিত-বিরাট ফিরেছিলেন জাতীয় দলে। সিরিজে ভারত ড্র করলেও রানের বিচারে বেশ ভালই পারফর্ম করেছিলেন কিং কোহলি। তবে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে কেন তিনি খেলবেন না, তা জানা যায়নি। বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে ব্য়ক্তিগত কারণের জন্য প্রথম ম্যাচ থেকে নাম তুলে নিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। ম্য়াচের আগের দিনের অনুশীলনেও ছিলেন না রোহিত শর্মা। তবে দ্রাবিড় জানিয়ে দিয়েছেন যে, রোহিত ও জয়সওয়ালই ওপেনিং পজিশনে জুটি বাঁধবেন। 


এদিকে, খবর চাউর হয়েছিল যে শৃঙ্খলাভঙ্গের জন্য ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ারকে 'শাস্তি' দেওয়া হয়েছিল। অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলী নাকি তাঁদের তার জন্যই আফগানিস্তান সিরিজে দলে রাখেননি। তবে এই দুই ক্রিকেটারের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলেই জানিয়ে দিলেন রোহিতদের হেডকোচ। দ্রাবিড় বলছেন, 'শাস্তিমূলক কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এই খবরের কোনও ভিত্তি নেই। ঈশান খেলতে চায়নি। দক্ষিণ আফ্রিকায় বিশ্রাম চেয়েছিল। আমরা বিবেচনা করে ছুটি মঞ্জুর করেছিলাম। আমরা ওর পাশে রয়েছি। ঈশান এখনই খেলতে চাইছে না। যখন আবার খেলতে চাইবে, তখন ঘরোয়া ক্রিকেটে খেলে জাতীয় দলে ফিরবে।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 


আরও পড়ুন: প্রত্যাবর্তন ম্যাচের আগেই বিমান বিভ্রাট! ঠিক করে অনুশীলনই সারতে পারলেন না রোহিত