মুম্বই: বিরাট কোহলি কি আদৌ ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপে খেলবেন? নানা মুনির নানা মত। যদিও বিরাট এখনও তা নিয়ে কিছু মন্তব্য করেননি।অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আপাতত ওয়ান ডে সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন বিরাট কোহলি। জাতীয় দলে বিরাটের প্রাক্তন সতীর্থ দীনেশ কার্তিক এবার কিং কোহলির ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপে খেলা নিয়ে সংশয় প্রকাশ করলেন।
আইপিএলের পরই দেশ ছেড়েছিলেন বিরাট। কিন্তু প্রস্তুতি থেকে দূরে ছিলেন না তিনি। লন্ডনে ট্রেনিং সারছিলেন তিনি। এরপর দেশে ফিরে জাতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া পাড়ি দিয়েছেন। কার্তিক বলছেন, ''২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ খেলার জন্য বিরাট একেবারে প্রস্তুত। ও লন্ডনে গিয়ে নিজের প্রস্তুতি সেরেছে সপ্তাহে ২-৩ টে সেশন করে। আমি নিশ্চিত ২০২৭ বিশ্বকাপে খেলার জন্য কোহলি মুখিয়ে আছে।''
শেষবার জাতীয় দলের জার্সিতে ওয়ান ডে ফর্ম্যাটে ৫ ম্যাচে ২১৮ রান করেছিলেন। এরমধ্যে ভারত-পাকিস্তান মহারণে একটি সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন তিনি। এছাড়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে ৮৪ রানের ইনিংস খেলেছিলেন।
৫০ ওভারের ফর্ম্য়াটে বিরাট কোহলি দ্বিতীয় সর্বাধিক রানের মালিক। এখনও পর্য়ন্ত ৩০২ ওয়ান ডে ম্য়াচ খেলে মোট ১৪,১৮১ রান করেছেন। ঝুলিতে পুরেছেন ৫১টি সেঞ্চুরি ও ৭৪টি অর্ধশতরান।
অস্ট্রেলিয়ার মাটিতে রোহিত শর্মা ৩০টি ওয়ান ডে ম্য়াচ খেলেছেন। ৫৩ গড়ে রান করেছেন তিনি। ৯০.৫৯ স্ট্রাইক রেট সহ ১,৩২৮ রান করেছেন, যার মধ্যে ৫টি সেঞ্চুরি এবং ৪টি হাফ সেঞ্চুরি রয়েছে। তবে অস্ট্রেলিয়ার মাটিতে তিনবারই তিনি শূন্য রানে আউট হয়েছেন।
বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিতের থেকে বেশি ওয়ানডে ম্য়াচ খেলেছেন। ৫০টি ম্যাচ খেলে ৪৮ ইনিংসে ৫৪.৪৭ গড়ে এবং ৯৩.৬৯ স্ট্রাইক রেটে ২৪৫১ রান করেছেন। বিরাটের ঝুলিতে ৮টি সেঞ্চুরি এবং ১৫টি হাফ সেঞ্চুরি রয়েছে, যার মধ্যে মাত্র দুটি শূন্য রান রয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে কোহলি ২৯টি ওয়ানডে খেলে ৫১ গড়ে এবং ৮৯ স্ট্রাইক রেটে ১,০৯৭ রান করেছেন, যার মধ্যে ৫টি সেঞ্চুরি এবং ৬টি হাফ সেঞ্চুরি রয়েছে। রোহিত এবং বিরাট ভারতীয় দলের সবচেয়ে অভিজ্ঞ সদস্য হওয়ায়, ক্রিকেটপ্রেমীরা আসন্ন সিরিজে তাঁদের পারফরম্য়ান্স দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই খেলোয়াড়েরই ভালো পারফর্ম করার ইতিহাস রয়েছে এবং সিরিজে ভারতের সাফল্যে তাদের অবদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।