নয়াদিল্লি: দিনকয়েক আগেই দীনেশ কার্তিকের (Dinesh Karthik) অবসরের কথা জানা গিয়েছিল। এবার তাতে সরকারিভাবে সিলমোহর পড়ল। সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন তারকা কিপার-ব্য়াটার। নিজের সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্টের মাধ্যমে অবসরের কথা জানান কার্তিক।


সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে ডিকে লেখেন, 'প্রচুর ভাবনাচিন্তার পর আমি সব ধরনের পেশাদার ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি সরকারিভাবে আমার অবসরের কথা ঘোষণা করছি এবং ক্রিকেটারজীবনকে পিছনে ফেলে ভবিষ্যতের অন্যান্য চ্যালেঞ্জের দিকে তাকাতে প্রস্তুত।'


তিনি নিজের সমস্ত কোচ, সতীর্থদের পাশাপাশি পরিবারকে ধন্যবাদ জানাতেও ভোলেননি। 'আমি সমস্ত কোচ, অধিনায়ক, সতীর্থ এবং সাপোর্ট স্টাফদের আমার এই দীর্ঘ যাত্রাপথকে সুগম এবং উপভোগ্য করে তোলার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের দেশের কোটি কোটি মানুষ এই খেলাটা খেললেও গুটিকয়েক জন যারা দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পান, তাদের মধ্যে আমি একজন হওয়ায় নিজেকে সৌভাগ্যবান বলেই মনে করি। আমার বাবা এতদিন ধরে আমার পাশে না দাঁড়ালে আমি আজ এখানে পৌঁছতে পারতাম না। আমি দীপকার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। ও নিজে একজন পেশাদার ক্রীড়াবিদ হলেও অনেক সময়ই নিজের কেরিয়ার থামিয়ে আমার সফরে আমার পাশে থেকেছে। এবং অবশ্যই আমদের এই খেলার অনুরাগীদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সমর্থন ছাড়া ক্রিকেট এবং ক্রিকেটারদের সবকিছুই বৃথা।' লেখেন দীনেশ কার্তিক।


 






 


ভারতের জার্সিতে তিন ফর্ম্যাট মিলিয়ে তারকা কিপার-ব্যাটার মোট ১৮০টি ম্যাচ খেলেছেন। ২০০৪ সালে জাতীয় দলের হয়ে প্রথমবার প্রতিনিধিত্ব করার সুযোগ পান দীনেশ কার্তিক।  ভারতের হয়ে প্রথম বিশের বিশ্বকাপে খেলেছিলেন তিনি। হয়েছিলেন বিশ্বজয়ী। ২০২২ সালের শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও তারকা ক্রিকেটার জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেন। সদ্য সমাপ্ত আইপিএলেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। তবে আর না। নিজের কেরিয়ারে ইতি টানলেন তিনি।  


ক্রিকেটার কার্তিক অবসর নিলেও, এবার নতুন ভূমিকায় খেলার মাঠে দেখা যাবে তাঁকে। এর আগেও কমেন্ট্রি বক্সে দেখা গিয়েছে তাঁকে। তিনি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও ধারাভাষ্য দেবেন।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: স্বাধীনভাবে খেল, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়াকে পরামর্শ সৌরভের