মুম্বই: বর্তমানে ভারতীয় ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) জন্য প্রস্তুতি সারছে। লক্ষ্য বিশ্বকাপ জিতে ১১ বছরের আইসিসি ট্রফি জয়ের খরা কাটানো। বিশ্বকাপের মূলপর্ব শুরুর আগে আজ বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামছে টিম ইন্ডিয়া (Team India)। মেগা টুর্নামেন্টের আগে টিম ইন্ডিয়াকে নির্ভীকভাবে খেলার পরামর্শ দিলেন প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্য়ায় (Sourav Ganguly)। 


সৌরভের মতে ভারতের দল দারুণ দক্ষ এবং ভারতের ভাল পারফরম্যান্সের বিষয়ে আশাবাদী। তিনি এএনআইকে এক সাক্ষাৎকারে বলেন, 'আমরা আশাবাদী ভারতীয় দল ভাল খেলবে। দলের সকলেই সুদক্ষ। আমাদের দেশে এত ক্রিকেটার রয়েছে যে অনেক সময়ই দল বাছাই করাটা কঠিন হয়ে যায়। আমাদের প্রচুর বিকল্প রয়েছে। ভারতের দলটা সত্যিই দারুণ।'


 






সৌরভ ভারতীয় দলকে বিশেষ কোনও পরামর্শ দিতে আগ্রহ দেখাননি। তবে তিনি চান দলের সকলে স্বাধীনভাবে নিজের খেলাটা খেলুক। 'রাহুল দ্রাবিড় তো এই দলের কোচ। তাই দলকে পরামর্শ দেওয়ার কাজটা দ্রাবিড়ের। আমরা তো ভারতের খেলা উপভোগ করব এবং দলের হয়ে গলা ফাটাব। আমি শুধু এটুকুই বলব যে আমদের টি-টোয়েন্টি ফর্ম্যাটে স্বাধীনভাবে নির্ভীক ক্রিকেট খেলার প্রয়োজন।' বলেন কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটার।


ভারতীয় দল ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেতাব ঘুরে তুলেছিল। এরপর ২০১৬ এবং ২০২২ সালে বিশের বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছেছিল টিম ইন্ডিয়া। ২০১৪ সালে ফাইনালও খেলে ভারত। কিন্তু প্রতিবারই খালি হাতে ফিরতে হয়েছে ভারতীয় দলকে। তবে সেই হতাশা কাটিয়ে এবার খেতাব জিততে ফের একবার মাঠে নামবে ভারত। মেগা টুর্নামেন্টের আগে অবশেষে ভারতীয় দলের সঙ্গে যোগ দিলেন বিরাট কোহলি।


বাকি দলের সঙ্গে নয়, বেশ কয়েকদিন পর ৩০ মে বিদেশের উদ্দেশে রওনা দেন কিং কোহলি। তার পরের দিনই যুক্তরাষ্ট্রে পৌঁছে গিয়েছেন কোহলি। তবে দীর্ঘ বিমানযাত্রার ধকল রয়েছে। সেই ধকল কাটিয়ে শনিবার বাংলাদেশের বিরুদ্ধে তিনি মাঠে নামতে পারবেন কি না, সেই নিয়ে সংশয় রয়েছে। শেষমেশ কী হবে সেটাই দেখার বিষয়।   


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ওপেনিংয়ে রোহিতের সঙ্গী কে? কে হবেন দ্বিতীয় পেসার? বাংলাদেশের বিরুদ্ধে উত্তরের খোঁজে ভারত