কলকাতা: বেহালার বীরেন রায় রোডের বিখ্যাত গঙ্গোপাধ্যায় পরিবারে ফের দুশ্চিন্তার কালো মেঘ। যা নিয়ে পুলিশের দ্বারস্থ হতে হল। সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) স্ত্রী, বিখ্যাত নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের (Dona Ganguly) সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করল দুষ্কৃতীরা।
এ নিয়ে এক বছরের মধ্যে তিন-তিনবার ডোনার সমাজমাধ্যমে দুষ্কৃতীদের হানা। গোটা ঘটনায় বিরক্ত, ক্ষুব্ধ ডোনা। ডোনার ফেসবুক প্রোফাইল হ্যাক করে তাতে আরবি শব্দে ডোনার নাম লেখা হয়। গোটা ঘটনা জানাজানি হতেই উদ্বিগ্ন হয়ে পড়েন নৃত্যশিল্পী। এবিপি আনন্দকে (ABP Ananda) ডোনা জানালেন, আইনি পদক্ষেপও করেছেন তাঁরা।
ডোনা বললেন, 'কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আশা করছি দ্রুত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি ফিরে পাব।' ডোনা আরও বললেন, 'এ নিয়ে তিনবার আমার ফেসবুক হ্যাক করা হল। কেন যে আমাকে নিশানা করা হচ্ছে বুঝছি না।'
ডোনার কথায়, 'আমি শুধুমাত্র নাচ ও সেই সংক্রান্ত ভিডিও বা ছবি ছাড়া কিছুই সেভাবে পোস্ট করি না । বারবার বিব্রত হতে হচ্ছে।' এর আগেও ডোনার ফেসবুক প্রোফাইল হ্যাক করা হয়েছিল । সেই অ্যাকাউন্ট ব্যবহার করে অপ্রীতিকর পোস্টও করা হয়। সেবার ডোনার প্রোফাইল থেকে তাঁর মৃত্যুর ভুয়ো সংবাদও পোস্ট করা হয়েছিল । কোনও পোস্টে লেখা হয়েছিল, 'ডোনার পবিত্র আত্মার শান্তি কামনা করি।' কোনও পোস্টে লেখা ছিল, 'শান্তিতে ঘুমোও বোন ডোনা।' একটি পোস্টে এমনও লেখা হয়েছিল যে, কোনও এক দুর্ঘটনায় নাকি প্রয়াত হয়েছেন এই নৃত্যশিল্পী ।
তবে সেবার সব পোস্টই ছিল মধ্য প্রাচ্যের কোনও ভাষায় লেখা। বাংলা তো দূর অস্ত, হিন্দি বা ইংরেজিও নয়। তারপর জানা গিয়েছিল যে, হ্যাক হয়ে গিয়েছে ডোনার ফেসবুক প্রোফাইল। লেখা পোস্টের পাশাপাশি সেবার অর্ধনগ্ন মহিলাদের ছবিও পোস্ট করা হয়েছিল ডোনার ফেসবুক প্রোফাইল থেকে। এমনকী, পরিচিত বেশ কয়েকজন পর্নোগ্রাফি পাঠানো হয়েছে বলেও অভিযোগ উঠেছিল। গোটা ঘটনায় প্রবল অস্বস্তিতে পড়তে হয় ডোনাকে।
এবারও তাঁর ফেসবুক প্রোফািল থেকে মধ্য প্রাচ্যের ভাষায় লেখা দেওয়া হয়েছে। প্রোফাইলের নামও বদলে দেওয়া হয়েছে। বারবার এমন কেন ঘটছে, তা নিয়ে উৎকণ্ঠায় সৌরভ-ঘরনি। আপাতত পুলিশি পদক্ষেপের অপেক্ষায়।
আরও পড়ুন: এখনও রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে যেতে পারে বাংলা! কোন অঙ্কে?