মুম্বই: শহরে কোল্ড প্লে-র (Cold Play) কনসার্ট দেখতে গিয়েছিলেন। আর সেখানে গিয়েই অভিনব সম্মান পেলেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। কোল্ড প্লে-র কনসার্ট বেশ কয়েকদিন ধরেই হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। দেশের এমনকী বিশ্বের সেরা পেসারকে দেখে গোটা কনসার্টের মঞ্চ যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। এমনকী কোল্ড প্লে-র লিড ভোকালিস্ট বুমরার জন্য স্পেশাল গানও গাইলেন।
তারকা ভারতীয় পেস বোলার বিখ্যাত ব্রিটিশ রক ব্য়ান্ড কোল্ড প্লের বিশাল ভক্ত। বিভিন্ন সফরে যাওয়ার সময় নিজের আইপডে ব্রিটিশ ব্য়ান্ডের গানের সংগ্রহ রাখেন বুমরা। মুম্বইয়ের কনসার্টে বুমরাকে গানের মাধ্যমে সম্মান জানালেন ক্রিস মার্টিন। শো চলাকালিন একটি ক্লিপ ব্যাকড্রপে দেখানো হয়, সেখানে দেখা যায় ইংল্য়ান্ডের প্লেয়ারদের উইকেট পরপর ভেঙে দিচ্ছেন বুমরা। মার্টিন বুমরাকে বিশ্বের এক নম্বর বোলার বলেও সম্বোধন করেছেন। এমনকী অভিনব গানের মধ্য়ে দিয়ে এটাও বলেছেন যে বুমরা ইংল্যান্ডের প্লেয়ারদের উইকেট নেন যখন তখন তাঁদের একদমই ভাল লাগে না। বুমরা গানের কলি শুনে লজ্জায় হেসে ফেলেন।
এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে আদৌ বুমরা খেলতে পারবেন কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। অস্ট্রেলিয়া সফর শেষ হওয়ার পরই নিউজিল্যান্ডের প্রখ্যাত অর্থোপেডিক সার্জেন রোয়ান স্কাউটেনের সঙ্গে দেখা করে আলোচনা সেরেছিলেন বুমরা। কথা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পরবর্তী চিকিৎসার জন্য নিউজিল্যান্ডে পাড়ি দিতে পারেন বুমরা। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই পরিস্থিতিতে বিসিসিআইও ব্যাক আপ প্ল্যান তৈরি রেখেছে। বুমরাকে কতটা পাওয়া যাবে টুর্নামেন্টের শুরু থেকে, তা নিয়ে তাঁরাও সন্দিহান। এমনকী পুরো ফিট হিসেবে আদৌ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামতেই পারবেন কি না, তা নিয়েও সংশয় রয়েছে বোর্ডের ও নির্বাচকদের। ম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে যে বুমরা যদি পুরো ফিট হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামতে পারেন, তবে তা 'মিরাক্যাল' হবে।
বুমরাকে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হল। ভারতের ১৫ সদস্যের দলে রাখা হয়েছে বুমরাকে। বুমরাকে রাখা হয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দলেও। তবে স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে হর্ষিত রানাকে।