বেঙ্গালুরু: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন তিনি। মাঠে নেমে প্রথম দিনই বল করলেন ১৭ ওভার। নিলেন ৪টি মেডেন। ৫৫ রানে নিলেন মাত্র ১ উইকেট। সাহিল লোত্রাকে ফেরালেন ডানহাতি পেসার।
বল হাতে নজর কাড়তে পারলেন কি বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা পেসার? যিনি দলীপ ট্রফিতে খেলছেন পূর্বাঞ্চলের হয়ে। বৃহস্পতিবার, পূর্বাঞ্চল বনাম উত্তরাঞ্চল ম্যাচের প্রথম দিন নজর কাড়তে পারলেন না শামি।
এমনিতেই হাঁটুর চোটের জন্য ২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপের পর দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। চোট সারিয়ে মাঠে ফেরার পরেও পরিচিত ছন্দ ফিরে পাননি শামি। গত আইপিএলেও দারুণ কিছু করতে পারেননি। তাই তাঁকে ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় টেস্ট দলে নেওয়া হয়নি। সামনে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ় রয়েছে ভারতের। সেই সিরিজে কি শামির ফেরার সম্ভাবনা রয়েছে?
উত্তরাঞ্চলের বিরুদ্ধে পূর্বাঞ্চলের হয়ে খেলছেন শামি ও মুকেশ কুমার। ঘটনা হচ্ছে, দুজনই ঘরোয়া ক্রিকেটে খেলেন বাংলার হয়ে। তবে দলীপ ট্রফিতে দুই বোলারই নজর কাড়তে ব্যর্থ। নতুন বল কাজে লাগাতে পারেননি ডানহাতি পেসার। শামি প্রথম দিন ১৭ ওভার বল করে ৫৫ রান দিয়ে নিয়েছেন মাত্র ১ উইকেট। সেটাও টপ অর্ডার কোনও ব্যাটারের নয়, নীচের সারির সাহিল লোথরাকে আউট করেছেন শামি। নতুন বলে টপ অর্ডারকে সমস্যায় ফেলতে ব্যর্থ হন শামি। প্রথমে ব্যাট করে মাত্র ৭৫.২ ওভারে ৩০৮/৬ স্কোর তুলেছে উত্তরাঞ্চল।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে মহম্মদ শামি বলেছেন যে, তিনি ঘরোয়া ক্রিকেটে (domestic cricket) কঠোর পরিশ্রম করতে প্রস্তুত এবং তাঁর লক্ষ্য টিম ইন্ডিয়ায় ফিরে আসা । এর সঙ্গে তিনি আরও বলেছেন যে, তিনি ফিরে এসে ভারতকে ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ জেতাতে চান ।
মহম্মদ শামি বলেছেন, "যদি কারও কোনও সমস্যা থাকে, তবে এসে আমাকে বলুন । আমার অবসর নেওয়ার ফলে কি কারও জীবন আরও ভাল হবে? আমাকে বলুন তো, আমি কার পথে কাঁটা হয়ে আছি, যে আপনারা চান আমি অবসর নিই । যেদিন আমার মধ্যে একঘেয়েমি আসবে, আমি চলে যাব । আপনারা আমাকে নির্বাচন করবেন না, তবে আমার পরিশ্রম চলবে ।"
শামি বলেছেন যে, টিম ইন্ডিয়ায় নির্বাচিত না হলে, তিনি ঘরোয়া ম্যাচগুলিতে (domestic matches) ঘাম ঝরাবেন । যদিও বৃহস্পতিবারের পারফরম্যান্স মনে রাখতে চাইবেন না তিনি।