সন্দীপ সরকার, কলকাতা: মায়ের কথা শুনে হতবাক হয়ে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
রবিবারের রাত। বাঙালি বাড়ির ড্রয়িংরুমে গমগম করে চলে মেগা সিরিয়াল। বেহালার বীরেন রায় রোডের বিখ্যাত গঙ্গোপাধ্যায় পরিবারেও সেই রেওয়াজ রয়েছে। অথচ সৌরভের মা নিরূপাদেবী নাকি ক্রিকেট ম্যাচ দেখতে চাইছেন! সেই নিরূপাদেবী, যিনি ছেলের অবসরের পর থেকে ক্রিকেট দেখাই বন্ধ করে দিয়েছিলেন।
অজানা সেই গল্প শোনালেন সৌরভ নিজেই। তাও এমন একটা মাঠের ধারে বাঁধা মঞ্চে দাঁড়িয়ে, যে মাঠ জানে তাঁর ক্রিকেটীয় গৌরবের আদিকথা। ইডেন গার্ডেন্স। আর মঙ্গলবার সন্ধ্যায় ইডেনে বক্তা সৌরভকে পাওয়া গেল আর এক কিংবদন্তির বরণ অনুষ্ঠানে। ঝুলন গোস্বামীর নামে স্টেডিয়ামের বি ব্লকের একটি স্ট্যান্ডের নামকরণ করার ঘোষণা করল সিএবি। সঙ্গে সেনাবাহিনীর শহিদ, কর্নেল এন জে নায়ারের নামেও একটি স্ট্যান্ডের নামকরণ করা হবে। ২২ জানুয়ারি ইডেনে ভারত বনাম ইংল্যান্ড টি-২০ ম্যাচ। সেই ম্যাচের আগেই হবে দুই স্ট্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন।
মঙ্গলবার ঘোষণা পর্বে বসেছিল চাঁদের হাট। সৌরভ, ঝুলন, সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, বাংলার রঞ্জিজয়ী অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন অধিনায়ক তথা কোচ লক্ষ্মীরতন শুক্ল, প্রাক্তন সিএবি প্রেসিডেন্ট তথা আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়া, সৌরাশিস লাহিড়ী, শিবশঙ্কর পালের মতো প্রাক্তন ক্রিকেটার ও অধুনা কোচ, বিশ্বরূপ দে, সুবীর গঙ্গোপাধ্যায়ের মতো একদা দুঁদে প্রশাসক, সেনাবাহিনীর কর্তা... তালিকা নেহাত ছোট নয়।
ঝুলনকে নিয়ে কথা বলতে গিয়ে মজার গল্প শোনালেন সৌরভ। বললেন, 'আমাদের বাড়িতেও সন্ধ্যায় টিভিতে সিরিয়াল দেখার চল রয়েছে। তবে আমি দেখি না। আমার হাতে টিভির রিমোট থাকা মানেই খুঁজে বার করব কোথায় কোন ক্রিকেট ম্যাচ চলছে। বসে পড়ব ম্যাচ দেখতে। যদিও একটা রবিবার সন্ধের কথা মনে আছে। ঘড়িতে তখন রাত আটটা-সাড়ে আটটা হবে। চ্যানেল সার্ফ করার সময় মা আচমকা বলল, খেলাটা দে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কোন খেলা? তাতে মা বলেছিল, ঝুলনদের খেলা আছে। আমি খেলা ছাড়ার পর মা আর ক্রিকেট দেখত না। তবে ঝুলনের খেলা দেখত।'
কবে প্রথম দেখেছিলেন ঝুলনকে? সৌরভ বললেন, 'ইডেনে এক সন্ধ্যায় দৌড়তে এসেছিলাম। তখনই ওর সঙ্গে প্রথম আলাপ। তার আগে মহিলাদের ক্রিকেটের খুব যে খোঁজ রাখতাম তা নয়। নিজের কেরিয়ার নিয়ে, জাতীয় দলে জায়গা ধরে রাখা নিয়েই সারাক্ষণ মগ্ন থাকতাম। ওর উচ্চতা দেখে বলেছিলাম, এত লম্বা, তুমি তো ফাস্টবোলারই হবে।'
সৌরভ জানিয়েছেন, এখন তিনি মহিলাদের ক্রিকেট নিয়ে নানা খবর নেন ঝুলনের কাছে। বলছিলেন, 'ঝুলন ডব্লিউপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর। আমি দিল্লি ক্যাপিটালস মহিলা দলের। ডব্লিউপিএল নিলামের আগে ওকে জিজ্ঞেস করেছিলাম, কাকে দলে নেওয়া যায় বলো তো? শর্ত শুধু একটাই, সেই ক্রিকেটারকে ওর দল যেন না নেয়।' মজা করে যোগ করলেন, 'আমি ওকে জিজ্ঞেস করে জেনেছিলাম, দমদম বিমানবন্দর থেকে চাকদহে ওর বাড়ি পৌঁছতে ৩ ঘণ্টা লাগে। আমি ৪৫ মিনিটে বেহালায় পৌঁছে যেতাম। ও আমার চেয়ে অনেক বেশি কষ্ট করে নিজেকে প্রতিষ্ঠা করেছিল।'
যে মাঠে খেলে কেরিয়ারের শুরু, সেই মাঠেই তাঁর নামে স্ট্যান্ড হচ্ছে, বিশ্বাসই করতে পারছেন না ঝুলন। বলছিলেন, 'কোনওদিন স্বপ্নেও ভাবিনি ইডেনে আমার নামে স্ট্যান্ড হবে। বিশ্বের কয়েক জায়গায় মহিলা ক্রিকেটারের নামে গেট রয়েছে। তবে স্ট্যান্ড মনে হয় এই প্রথম। আর যে সৌরভ স্যরকে আদর্শ মনে করতাম, তাঁর সামনে দাঁড়িয়ে এই ঘোষণায় আমি ভীষণ গর্বিত। ধন্যবাদ সিএবিকে।' যোগ করলেন, 'মহিলা ক্রিকেটও এগোচ্ছে। অনূর্ধ্ব ১৫ জাতীয় ওয়ান ডে টুর্নামেন্টে আজই বাংলার মেয়েরা ফাইনালে পাঞ্জাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হল। দারুণ খবর।'
মঙ্গলবার মঞ্চে দাঁড়িয়েই অনূর্ধ্ব ১৫ চ্যাম্পিয়ন দলের মহিলা ক্রিকেটার ও কোচিং স্টাফদের জন্য ২ লক্ষ টাকা করে পুরস্কার অর্থ ঘোষণা করলেন স্নেহাশিস।
আরও পড়ুন: বিরাট ব্যবধানে হার তৃণমূল সাংসদের, দিল্লি ক্রিকেট সংস্থার মসনদে অরুণ জেটলি-পুত্রই
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।