ব্রিসবেন: যেখানে বিরাট কোহলি, রোহিত শর্মার মতো বিশ্ববন্দিত ব্যাটাররা রান করতে গিয়ে বিপাকে পড়েছেন, সেই গাব্বাতেই ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তুললেন আকাশ দীপ (Akash Deep) ও যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। শুধু প্রতিরোধ গড়ে তুললেন বলা ভুল, ব্রিসবেনে তৃতীয় টেস্টে (IND vs AUS 3rd Test) টিম ইন্ডিয়াকে ফলো অন থেকে বাঁচালেনও তাঁরা। আকাশ ও বুমরার এদিনের লড়াকু পার্টনারশিপ কিন্তু ইতিহাসের পাতায় নিজেদের জায়গা করে নিল। গাব্বায় তৈরি হল নয়া রেকর্ড।
এদিন শেষ উইকেটে বুমরাকে ক্রিজে সঙ্গ দিতে আকাশ দীপ যখন ব্যাট হাতে নামেন, তখন ভারতের স্কোর ২১৩ রান। দিনের শেষে দশম উইকেটে দুই ব্যাটার ৩৯ রান যোগ করে অপরাজিত অবস্থাতেই সাজঘরে ফেরেন। এটা কিন্তু গাব্বায় দশম উইকেটে ভারতের সর্বকালের সর্বোচ্চ রানের পার্টনারশিপ। সেই অর্থে আকাশদীপ ও বুমরা কিন্তু ব্রিসবেনে ইতিহাস গড়লেন। বিগত চার বছরে শেষ উইকেটে দ্বিতীয় সর্বোচ্চও বটে। বুমরা ও মহম্মদ সিরাজের বিলেতের মাটিতে ৫০ রানের পার্টনারশিপ এই তালিকায় সর্বোচ্চ।
আকাশদীপ এই দিন ২৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। এটি অস্ট্রেলিয়ার মাটিতে কোনও ভারতীয় ১১ নম্বর ব্যাটারের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। গ্লেন ম্যাকগ্রা ও জশ হ্যাজেলউডের পর গাব্বায় এটি কোনও দলের ১১ নম্বর ব্যাটারের তৃতীয় সর্বোচ্চ রানও বটে। এদিন কিন্তু আকাশ দীপ বিরাট কোহলির থেকে উপহার পাওয়া ব্যাট নিয়ে মাঠে নামেন এবং নিজের এক শটে স্বয়ং কোহলিকেও বিস্মিত করে দেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে চার মেরেই তিনি ফলো অন বাঁচানো নিশ্চিত করেন। তারপর সেই ওভারেই কামিন্সকে গ্যালারিতে ওড়ান আকাশ। এরপরেই বিস্মিত, আনন্দিত কোহলির প্রতিক্রিয়া কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ম্যাচের শেষ দিন আরও কিছু রান যোগ করে অস্ট্রেলিয়ার লিড কমিয়ে আনার লক্ষ্য নিয়েই মাঠে নামবেন আকাশ দীপ ও বুমার, দুইজনে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ব্রিসবেনে সাজঘরে ফেরার পথে মাঠেই রেখে গেলেন দস্তানা, রোহিতের কর্মকাণ্ডে অবসরের জোর জল্পনা