লন্ডন: ঠিক যেমনটা আশা ছিল, লর্ডসে ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্টের (ENG vs IND 3rd Test) প্রথম দিনে তেমনটাই হল। একদিকে যেখানে বেশ ভাল বোলিংয়ের দেখা মিলিল, তেমনই জো রুট প্রমাণ করলেন কেন তিনি মতান্তরে বর্তমান বিশ্বের সেরা ব্যাটার। দুরন্ত পরিপক্ক এক ইনিংস এল তাঁর ব্যাট থেকে। তবে প্রথম দিন যার দেখা মিলল না সেটা হল 'বাজ়বল'।

বেন স্টোকস ও ব্র্যান্ডন ম্যাকালামের যুগলবন্দিতে টেস্টে আগ্রাসী ক্রিকেট খেলে প্রচুর সাফল্য পেয়েছে ইংল্যান্ড। কিন্তু এদিন দেখেশুনে একেবারে তথাকথিত টেস্ট ক্রিকেটের ছন্দেই খেলতে দেখা গেল রুটদের। শতরানের একেবারে দোরগোড়ায় ৯৯ রানে অপরাজিত রইলেন রুট। ৮৩ ওভারে ইংল্যান্ড চার উইকেটের বিনিময়ে ২৫১ রান তুলল। স্টোকস ৩৯ রানে অপরাজিত রয়েছেন। 

এদিন উভয় দলেই নিজেদের একাদশে এক বদল ঘটিয়ে মাঠে নামে। ফের একবার এই ম্যাচেও টস জেতেন স্টোকস। তিনি প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। প্রথম সেশনে আকাশ দীপ ও যশপ্রীত বুমরা দুরন্ত স্যুইংয়ে ইংল্যান্ড ওপেনারদের বেশ বিপাকে ফেলেন। তবে দুইজনেই ইংল্যান্ড ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেটকে সাজঘরে ফেরাতে ব্যর্থ হন। প্রথম ঘণ্টা অবশ্য মাত্র ৩৯ রানই উঠে। তিন স্ট্রাইক বোলারের সাফল্য এনে দিতে না পারলেও, দ্বিতীয় বদল হিসাবে বল হাতে নিয়ে এক ওভারে জোড়া উইকেট নেন নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। ক্রলি ১৮ ও ডাকেট ২৩ রানে সাজঘরে ফেরেন। তবে অলি পোপ ও জো রুট (Joe Root) এই সময়ে ব্যাটে নেমে দলের যাতে আর উইকেট না পড়ে, তা নিশ্চিত করেন। প্রথম সেশনে উঠে ৮৩ রান।

দিনের দ্বিতীয় সেশনে তো আরও কম, মাত্র ৭০ রান উঠে। এই রানের পরিমাণটা খুব বেশি না হলেও, থ্রি লায়ান্সের ক্ষেত্রে সবথেকে ইতিবাচক বিষয় তাঁরা এই সেশনে কোনও উইকেট পরেনি। রুট ও অলি পোপ ইনিংস এগিয়ে নিয়ে যান। 

তবে তৃতীয় সেশনের শুরুটা ভারতীয় দল দারুণভাবে করে। প্রথম বলেই অলি পোপকে ৪৪ রানে সাজঘরে ফেরান রবীন্দ্র জাডেজা। শতাধিক রানের তৃতীয় উইকেট ভাঙে। দ্বিতীয় টেস্টের শতরানকারী হ্যারি ব্রুকও বেশিক্ষণ টিকতে পারেননি। বুমরার স্বপ্নের ইনস্যুইংয়ে মাত্র ১১ রানে বোল্ড হন তিনি। ১৭২ রানে চার উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। এমন পরিস্থিতিতে আরও এক বা দুই উইকেট হারালেই ইংল্যান্ড বেশ চাপে পড়ে যেত। তবে ইংল্যান্ডের দুই সবথেকে অভিজ্ঞ ক্রিকেটার রুট ও বেন স্টোকস ইংল্যান্ডের ইনিংসের হাল ধরেন। দুইজনেই পঞ্চম উইকেটে অপরাজিত ৭৯ রানের পার্টনারশিপ গড়ে দিনশেষে মাঠ ছাড়েন।