লন্ডন: বিলেতের মাটিতে ভারত-ইংল্যান্ডের এক টানটান সিরিজ় চলছে। ইতিমধ্যেই দুই দলের একাধিক ব্যাটার, বোলারদের পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে। ঋষভ পন্থ, আকাশ দীপ, শুভমন গিলরা নিজেদের খেলার মাধ্যমে শিরোনাম কেড়ে নিয়েছেন। তবে ক্রিকেটারদের পাশাপাশি শিরোনামে বারংবার উঠে এসেছে ডিউকস বলও। এবার সেই বল নিয়েই সরব হলেন ইংল্যান্ডের কিংবন্দতি ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রড।

তৃতীয় টেস্ট ম্য়াচের (ENG vs IND 3rd Test) আগে ঋষভ পন্থকে এই বল নিয়ে কথা বলতে দেখা গিয়েছিল। বল দ্রুত নরম হয়ে যাওয়ায় বোলারদের সমস্যা হচ্ছে, যা ক্রিকেটের জন্য খারাপ খবর বলে দাবি করেছিলেন পন্থ। লর্ডসে ম্যাচ চলাকালীনও দ্বিতীয় দিনে বল সমস্যা দেখা যায়। দিনের শুরুতেই বল নিয়ে অভিযোগ জানান ভারতীয় অধিনায়ক শুভমন গিল। দ্বিতীয় নতুন বলে তখনও ১০ ওভারও হয়নি, দেখা যায় বল আম্পায়ারের কাছে থাকা বলের আকার পরিমাপক হুপের মধ্যে দিয়ে গলছে না। ফলে বল বদল করা হয়। 

কিন্তু তারপরেও গিলকে সন্তুষ্ট দেখায়নি। আম্পায়ারের সঙ্গে ভারতীয় অধিনায়ককে উত্তপ্ত কথোপকথন করতে দেখা যায়। বোলার মহম্মদ সিরাজও অসন্তোষ প্রকাশ করেন। আম্পায়ার যদিও এবার তাতে কান দেননি। কিন্তু ভারতীয়রা যে একা ডিউকস বল নিয়ে অসন্তুষ্ট নয়, তা প্রমাণ হয়ে গেল।

নিজের সোশ্যাল মিডিয়ায় স্টুয়ার্ট ব্রড (Stuart Broad) লেখেন, 'ক্রিকেট বলটা অনেকটা ভাল উইকেটকিপারের মতো হওয়া উচিত, যার দিকে কেউ তেমন নজর দেবে না। আমরা বল নিয়ে এত কথা বলছি, কারণ এটা নিয়ে সমস্যা হচ্ছে এবং প্রায় প্রতিটি ইনিংসেই বল বদল করতে হচ্ছে। এটা মানা যায় না। ডিউকস বলের এই সমস্যা মনে হয় পাঁচ বছর হয়ে গেল। ওদের এটাকে ঠিক করতে হবে। একটা বলের ৮০ ওভার টেকে উচিত, দশ ওভার নয়।'

 

বিশ্বের সর্বকালের সেরা টেস্ট বোলারদের মধ্যে অন্যতম ব্রড। ইংরেজ প্রাক্তনীর থেকে ইংল্যান্ডের পরিবেশ তথা ডিউকস বল নিয়ে অধিক জ্ঞান, খুব  কম ব্যক্তিরই রয়েছে। ব্রডের মন্তব্য তাই ভারতীয়দের অসন্তোষ যে অমূলক নয়, তা প্রমাণ করে দেয়।