লন্ডন: বিরাট কোহলি, রোহিত শর্মাদের অবসরের পর তিনিই প্রাথমিকভাবে ভারতীয় টেস্ট দলের (Indian Cricket Team) অধিনায়ক হওয়ার দৌড়ে একেবারে সবার আগে ছিলেন। অতীতে ভারতীয় দলের হয়ে একাধিক টেস্ট ম্য়াচে অধিনায়কত্বও করেছেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। কিন্তু তাঁর বদলে শেষমেশ শুভমন গিলকেই পরবর্তী ভারতীয় অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হয়। এবার সেই নিয়ে মুখ খুললেন যশপ্রীত বুমরা।

সম্প্রতি দীনেশ কার্তিকের সঙ্গে Sky Sports-কে দেওয়া এক সাক্ষাৎকারে বুমরা জানান তিনি অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন। বুমরা জানান নির্বাচকদের সঙ্গে তাঁর কথাও হয়। তবে এ বিষয়ে ওয়ার্কলোড অন্তরায় হয়ে দাঁড়ায়, যার জন্য বাধ্য হয়ে তিনি নিজেই অধিনায়ক হওয়ার দৌড় থেকে সরে দাঁড়ান।

বুমরা জানান, 'রোহিত ও বিরাটের অবসরের আগেই আমি আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়ের কথা মাথায় রেখে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে বিসিআইয়ের সঙ্গে কথা বলি। আমার পিঠের চোট সারাতে যারা কাজ করেছিলেন, তাঁদের সঙ্গে কথা বলি। আমার সার্জেনের সঙ্গে কথা বলি। ওঁ আমায় বারংবার বলেছেন যে আমায় ওয়ার্কলোড ম্যানেজ করার বিষয়ে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। তারপরেই আমি সিদ্ধান্ত নিই যে লম্বা টেস্ট সিরিজ়ের ক্ষেত্রে বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত হবে। সেই কারণেই আমি বিসিসিআইকে ফোন করে বলি যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়ের ক্ষেত্রে আমি সবটা দিতে পারব না। সবকটা ম্যাচ খেলতে পারব না।'

বিসিসিআই থেকে ভারতীয় কোচ গৌতম গম্ভীর, সকলেই জানিয়ে দিয়েছেন বুমরা ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি ম্যাচ খেলতে পারবেন না, তিনটি টেস্টেই তাঁকে মাঠে নামতে দেখা যাবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে পিঠে ব্যথা অনুভূত হওয়ার পর বুমরা আর জাতীয় দলের হয়ে খেলেনওনি। সেই অর্থে এই ইংল্যান্ড সিরিজ়ের মাধ্যমেই বুমরার কামব্যাক ঘটছে। কামব্যাকে সিরিজ়ে তাই বুমরার ফিটনেস নিয়ে উদ্বেগ আছেই। এমন পরিস্থিতিতে তাই বুমরার নিজেরই মনে হয় তিনি অধিনায়ক হলে, তা দলের প্রতি অবিচার হবে।

তাঁর মতে, 'হ্যাঁ, বিসিসিআই নেতৃত্বের জন্য আমার দিকে তাকিয়ে ছিল। তবে আমায় বাধ্য হয়েই না বলতে হয়েছে, কারণ সেটা দলের প্রতি অন্যায় হত। পাঁচ ম্যাচের সিরিজ়ে তিন ম্যাচে কেউ অধিনায়কত্ব করছেন, দুই ম্যাচে অন্য কেউ নেতৃত্ব দিচ্ছে, এটা দলের প্রতি অবিচার হত। আর আমি বরাবরই আমার দলকে সবার আগে রাখতে চেয়েছি।' 

বুমরা  না করার পরে গিলকে টেস্ট দলের অধিনায়ক ও ঋষভ পন্থকে সহ-অধিনায়ক নিয়োগ করা হয়।