বার্মিংহাম: ইংল্যান্ডের প্রথম টেস্টে (ENG vs IND) পরাজয়ের পর ২ জুলাই থেকে এজবাস্টনে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টে সিরিজ়ে সমতায় ফেরার জন্য ঝাঁপাবে ভারতীয় দল। সেই ম্যাচের আগে সবথেকে চর্চায় যিনি, তাঁর নাম যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তিনি দ্বিতীয় টেস্টে খেলবনে কি না, সেই নিয়েই রয়েছে সংশয়।
আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে বুমরা পাঁচ টেস্টের মধ্যে তিনটিতে খেলবেন। তিনি যে দুই টেস্টে খেলবেন না, সেটার একটি কি দ্বিতীয় টেস্ট? এই প্রশ্নেরই উত্তর খুঁজছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। এখনও অবধি ম্যানেজমেন্টের তরফে কিছুই জানানো হয়নি। উপরন্তু, শুক্রবার অনুশীলনে উপস্থিত থাকলেও, বুমরাকে বোলিং করতে দেখা যায়নি। তাই উদ্বেগ আরও বেড়েছিল। কিন্তু শনিবার অনুশীলন অপশনাল থাকলেও বুমরা উপস্থিত ছিলেন। শুধু উপস্থিতই ছিলেন না, তিনি পুরোদমে বোলিং করলেন এবং ঘণ্টাখানেক ব্যাটিং অনুশীলনও করেন।
বুমরাকে খেলানো নিয়ে শেষ সিদ্ধান্ত ম্যাাচের দিনই নেওয়া হবে। তবে শনিবার নেট সেশনের আগে বুমরার ফিটনেস পরীক্ষা করা হয় বলে খবর। ভারতীয় দলের অপশনাল নেটে শুভমন গিল, কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ ও নীতীশ কুমার রেড্ডি শনিবার অনুশীলন করেননি। তবে বুমরার পাশাপাশি এদিন নেটে মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণও বোলিং করেন। প্রসিদ্ধ প্রথম দিন বুমরার মতোই নেটে বোলিং করেননি, তবে আজ তাঁকে নতুন বল হাতে আধ ঘণ্টা বোলিং করতে দেখা যায়। বুমরাকে তাঁর সঙ্গে কথা বলতেও দেখা যায়।
বোলিং কোচ মর্নি মর্কেল মহম্মদ সিরাজের দিকে বিশেষ নজর দেন। তাঁকে ল্যান্ডিং ফুটের দিকে নজর ছিল মর্কেলের। এরপরেই বুমরা খানিকটা বিশ্রাম করে ব্যাটিং করেন। থ্রো ডাউন বিশেষজ্ঞদের বিরুদ্ধে ব্যাটিং করেন তিনি। বুমরার ব্যাটিংয়ের দিকে নজর দিচ্ছিলেন সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। এছাড়া করুণ নায়ার, সাই সুদর্শন, রবীন্দ্র জাডেজারাও ব্যাটিং অনুশীলন করেন। সুদর্শনই এদিন প্রথমে ব্যাটিং করেন। প্রথম টেস্টে অভিষেক ঘটালেও বড় রান পাননি বাঁ-হাতি টপ অর্ডার ব্যাটার। দ্বিতীয় টেস্টের আগে তাঁর কাঁধে চোটের খবর সামনে এসেছিল। সংশয় তৈরি হয়েছিল এজবাস্টনে তাঁর খেলা নিয়েও। কিন্তু নেটে সুদর্শনের ব্যাটিং দেখে তাঁকে কিন্তু ফিটই মনে হয়।