লন্ডন: বীরেন্দ্র সহবাগ ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটের একমাত্র ভারতীয় ট্রিপল সেঞ্চুরিয়ন তিনি। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে (ENG vs IND) ওই ট্রিপল সেঞ্চুরি সত্ত্বেও করুণ নায়ার (Karun Nair) জাতীয় দলে কোনওদিনই নিজের জায়গা পাকা করতে পারেননি। খারাপ ফর্মের জেরে জাতীয় দল থেকে বাদও পড়তে হয় তাঁকে। তারপর দীর্ঘ আট বছরের অপেক্ষা। সেই অপেক্ষার অবশেষে অবসান ঘটতে পারে ২০ জুন। হেডিংলেতে জাতীয় দলের হয়ে ফের একবার মাঠে নামতে পারেন করুণ। আসন্ন ইংল্যান্ড সিরিজ়ের জন্য ভারতীয় টেস্ট দলে প্রত্যাবর্তন ঘটিয়েছেন তিনি।
নিজের বহু প্রত্যাশিত কামব্যাক নিয়ে বিসিসিআইয়ের আপলোড করা এক ভিডিওতে করুণ নায়ারকে বলতে শোনা যায়, 'আবারও এই সুযোগ (দেশের হয়ে খেলার) পাওয়ায় নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান, কৃতজ্ঞ বলে মনে হচ্ছে। দুই হাতে এই সুযোগ লুফে নেওয়ার জন্য আমি মুখিয়ে রয়েছি। আমি নিশ্চিত মাঠে নামলে আমার প্রচুর ভিন্ন ধরনের অনুভূতি হবে, যেগুলি আমি এখন ভাষায় ব্যক্ত করতে পারব না। তবে হ্যাঁ, নিঃসন্দেহে ওটা একটা বিশেষ অনুভূতি হতে চলেছে।'
করুণ নায়ার আপাতত বিদর্ভের হয়ে ভারতীয় ঘরোয়া ক্রিকেটে প্রতিনিধিত্ব করেন। ২০২৪-২৫ সালের রঞ্জি ট্রফিতে তিনি বিদর্ভের হয়েই মোট ৮৬৩ রান করেছিলেন। তাঁর গড় ৫৩.৯৩। করুণ নায়ার চারটি শতরান ও দুইটি অর্ধশতরান করেন। এরপর সাদা বলের টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে আট ইনিংসে ৩৮৯.৫০ গড় ও ১২৪.০৪ স্ট্রাইক রেটে টুর্নামেন্ট সর্বোচ্চ ৭৭৯ রান করেছিলেন। পাঁচটি শতরান আসে তাঁর ব্য়াট থেকে। টি-টোয়েন্টি ফর্ম্যাটে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ছয় ইনিংসে ২৫৫ রান করেছিলেন তিনি। গড় ৪২.৫০ ও স্ট্রাইক রেট ১৭৭.০৮। এমন এক মরশুমের পর জাতীয় দলে তাঁর প্রত্যাবর্তন ঘটে।
তাঁর প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত কেএল রাহুল। আপাতত বিদর্ভের ক্রিকেটার করুণ নায়ারের শুরুটা কিন্তু রাহুলের মতোই কর্ণাটকের হয়ে। দীর্ঘদিন তাঁরা ঘরোয়া ক্রিকেট থেকে জাতীয় দল বিভিন্ন স্তরে একসঙ্গে খেলেছেন। রাহুল নায়ারের প্রত্যাবর্তন সম্পর্কে বলেন, 'আমি ওকে বহুদিন ঘরে চিনি। ও ইংল্যান্ডে যে মাসের পর মাস আড়ালে ক্রিকেট খেলে গিয়েছে এবং সেটা যে ওর জন্য কতটা কষ্টকর ছিল তা জানি। সেই সময়ের পর জাতীয় দলে ফেরাটা, আমার মনে হয় ওর জন্য, ওর পরিবারের জন্য এবং আমাদের মতো বন্ধুরা যারা গোটা সফরটা দেখেছি, তাদের সকলের জন্য বিশেষ অনুভূতির। এটা সকলকে উদ্বুদ্ধ করবে এবং আমি আশা করছি ওর কাউন্টি খেলার অভিজ্ঞতা ও যখন এখানে টেস্ট খেলতে নামবে, ওকে সাহায্য করবে।'