লন্ডন: আর মাত্র দিন চারেক বাকি, তারপরেই ইংল্যান্ডের বিরুদ্ধে (ENG vs IND) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় খেলতে মাঠে নেমে পড়বে ভারতীয় দল। এই সিরিজ়ের মাধ্যমেই ভারতীয় টেস্ট দলের নতুন যুগের সূচনা হবে। রোহিত শর্মা, বিরাট কোহলি, আর অশ্বিন, কিংবদন্তি ত্রয়ীর অবসরের পর প্রথমবার টেস্টে নামবে ভারতীয় দল। তাও আবার নতুন অধিনায়ক শুভমন গিলের (Shubman Gill) তত্ত্বাবধানে। 

গিল এর আগে ভারতকে কখনও টেস্টে নেতৃত্ব দেননি। তাঁর বয়সও কম। এমন পরিস্থিতিতে বিদেশের মাটিতে ইংল্যান্ডের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে শুরুতেই যে গিল বেশ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন, তা বলাই বাহুল্য। তাঁর প্রতিটি খুঁটিনাটি বিষয় নিয়ে চর্চা, আলোচনাও হবে। তবে তাঁর অধিনায়কত্বে সম্পূর্ণ আস্থা রাখছেন সতীর্থ কুলদীপ যাদব (Kuldeep Yadav)। নতুন নেতার অধীনে মাঠে নামতেও মুখিয়ে রয়েছেন ভারতীয় বোলার।

রবিবার, ১৫ জুন রিপোর্টারদের সামনে কুলদীপ নেতা শুভমনকে ভূয়সী প্রশংসায় ভরান। তিনি বলেন, 'আপনারা তো সকলে ইতিমধ্যেই দেখেছেন যে শুভমন গিল অধিনায়কত্বটা করতে পারে। ও অনেক সিনিয়রদের সঙ্গে কাজ করেছে। বিগত দুই বছরে তো রোহিত ভাইয়ের সঙ্গে অনেক কথা বলেছে, আলোচনা করেছে। আর এটা শুধু ওয়ান ডের ক্ষেত্রে বলছি না, টেস্টেও বিষয়টা একই।'

কুলদীপ আরও যোগ করেন, 'নেতা হিসেবে ও ভাল কিছু করার জন্য ভীষণই উদ্বুদ্ধ। এক্ষেত্রে ওর চিন্তাধারাটা হল লক্ষ্যণীয় বিষয়। দলকে প্রচুর সাহায্য করেছে ও। শেষ তিন, চারটে অনুশীলন সেশনে আমি লিডারশিপ গ্রুপের গুণাবলী দেখেছি। শুভমনের মধ্যে ওই বিষয়টা রয়েছে। দলকে নেতৃত্ব দিতে ও একেবারে তৈরি।'  

ইংল্যান্ডে কোচ ভিভিএস লক্ষ্মণ!

ভারতীয় ক্রিকেট দলের কোচের পদে দেখা যাবে ভিভি এস লক্ষ্মণকে? সূত্রের খবর, গৌতম গম্ভীরের অনুপস্থিতিতে ভারতীয় ক্রিকেট দলের কোচের পদে দেখা যাবে লক্ষ্মণকে। মায়ের শরীর খারাপের জন্য ইংল্যান্ড থেকে দ্রুত দেশে ফিরেছেন কোচ গম্ভীর। এই মুহূর্তে জাতীয় ক্রিকেট অ্য়াকাডেমির প্রধানের দায়িত্বে রয়েছেন লক্ষ্মণ। অতীতে তাঁর কোচিংয়ের অভিজ্ঞতাও রয়েছে। এর আগেও আপদকালীন পরিস্থিতিতে হেডকোচের অনুপস্থিতিতে লক্ষ্মণ ভারতীয় সিনিয়র দলের দায়িত্ব সামলেছিলেন। গৌতম গম্ভীর দলের সঙ্গে যোগ না দেওয়া পর্যন্ত লক্ষ্মণই দায়িত্ব সামলাবেন বলে খবর।

ভারতীয় দল এই মুহূর্তে গম্ভীরের অনুপস্থিতিতেই অনুশীলন সারছে ইংল্যান্ডে। চলছে আন্তঃদলীয় প্রস্তুতি ম্যাচও। লক্ষ্মণই কিন্তু এই মুহূর্তে সবকিছু তদারকি করছেন।