বার্মিংহাম: ইংল্যান্ডের বিরুদ্ধে (ENG vs IND) প্রথম টেস্টে যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) উপস্থিতি সত্ত্বেও ভারতীয় দল পরাজিত হয়েছে। সিরিজ় শুরুর আগেই কার্যত নির্ধারিত হয়ে গিয়েছিল যে বুমরা পাঁচ টেস্টের মধ্যে তিনটি টেস্টই খেলবেন। তব ভারতীয় দলের পরাজয়ে প্রশ্ন উঠছে তাহলে কি বুমরা দ্বিতীয় টেস্টে খেলবেন? বর্তমান পরিস্থিতিতে কিন্তু বুমরার দ্বিতীয় টেস্ট খেলা নিয়েই রয়েছে বিরাট সংশয়। তবে বুমরা এজবাস্টনে খেলুন বা না খেলুন, সেটা নিয়ে কিন্তু একেবারেই উদ্বিগ্ন নন প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna)।

প্রসিদ্ধ সম্প্রতি এক সাক্ষাৎকারে রিপোর্টারদের জানান যে তাঁরা বহু আগে থেকেই বুমরার সঙ্গে না না বিষয়ে কথাবার্তা বলেছেন। তিনি বলেন, 'আমাদের দলের অন্দরের পরিবেশ দারুণ। আমদের সঙ্গে যেই থাকুক না থাকুক, সবসময় একে অপরের থেকে কিছু না কিছু শিখি আমরা। বুম তো আমাদের সঙ্গে সবসময়ই কথাবার্তা বলেন। আমি বেশ কয়েক বছর দলের অঙ্গ, তাই বিষয়টা জানি। আমরা এখনও না না বিষয়ে একে অপরের সঙ্গে কথা বলছি। হ্যাঁ, অভিজ্ঞতাটা তো নিজেকে খেলেই অর্জন করতে হবে। তবে আমরা সবাই সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত।'

প্রসিদ্ধ কিন্তু গোটা পরিস্থিতিটাকেই একটা বিরাট সুযোগ হিসাবে গণ্য করছেন। তারকা ফাস্ট বোলার যোগ করেন, 'দলের সকলেই এখানে রয়েছেন। সিরাজ প্রচুর ম্যাচ খেলেছে এবং ও খেলবেও। এছাড়া যেই দলে আসুক না কেন, যাই হোক না কেন, একটা দারুণ অভিজ্ঞতা হতে চলেছে এবং সামনে এক বিরাট সুযোগও রয়েছে। আমরা এই গোটাটাকে এভাবেই কল্পনা করি।'   

সবচেয়ে বড় প্রশ্ন হল, যদি যশপ্রীত বুমরা না খেলেন তবে তাঁর জায়গায় কে খেলবেন? দলে আকাশদীপ এবং অর্শদীপ সিংহ আছেন। এই পরিস্থিতিতে মনে করা হচ্ছে যে, বাঁহাতি ফাস্টবোলার অর্শদীপ সিংহ টেস্ট ক্রিকেটে অভিষেক করতে পারেন। অর্শদীপ যদিও ভারতের হয়ে টেস্ট ক্রিকেট খেলেননি, তবে তিনি ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলেছেন। 

এমনও খবর আছে যে, ভারতীয় টিম ম্যানেজমেন্ট দ্বিতীয় টেস্ট ম্যাচে শার্দুল ঠাকুরের পরিবর্তে ওয়াশিংটন সুন্দরকে চূড়ান্ত একাদশে অন্তর্ভুক্ত করতে পারে। দলে চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদবও রয়েছেন, তবে সুন্দর অফস্পিনারের সঙ্গে ভাল ব্যাটিংও করেন। এই অবস্থায় তাঁর খেলার সম্ভাবনা বেশি। শেষমেশ কারা এজবাস্টনে সুযোগ পান, তা দেখার জন্য কিন্তু আপাতত ২ জুলাইয়ের অপেক্ষা করতে হবে।