মুম্বই: আইপিএলের মহারণ শেষ হয়েছে। এবারে টি-টোয়েন্টির ধুম ধারাক্কার ক্রিকেটের পর সকলের নজর টেস্ট ক্রিকেটের চ্যালেঞ্জের দিকে। আর মাত্র দিনকয়ক পরেই ইংল্যান্ডের  বিরুদ্ধে (ENG vs IND) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় খেলতে নামবে ভারতীয় দল। সেই গুরুত্বপূর্ণ সফরের মাধ্যমেই ভারতীয় ক্রিকেটে নব যুগের সূচনা ঘটতে চলেছে। এই সিরিজ়ের মাধ্যমেই অধিনায়ক শুভমন গিল পাকাপাকি ভাবে  ভারতীয় টেস্ট দলের দায়িত্ব নেবেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ে খেলার জন্য ইতিমধ্যেই দেশ ছেড়েছেন ভারতীয় তারকারা। শুক্রবারই গৌতম গম্ভীর, অধিনায়ক শুভমন গিলসহ ভারতীয় দলের একাধিক তারকা দেশ ছেড়ে বিলেতের উদ্দেশে রওনা দেন। সেই দলে ছিলেন ভারতীয় দলের সহ-অধিনায়ক ঋষভ পন্থও (Rishabh Pant )। সেই পন্থকেই এক অনুরাগীর তরফে রোহিতের বিষয়ে প্রশ্ন করা হয়। পন্থকে জিজ্ঞেস করা হয় রোহিত শর্মা (Rohit Sharma) কই? পন্থও পিছু হটার পাত্র নন। সমর্থকের এই প্রশ্নের দারুণ জবাব দেন ভারতীয় তারকা ক্রিকেটার।

 

 

পন্থ বলেন, 'রোহিত ভাই বাগানে ঘোরাঘুরি করছেন। ওঁর বাগানের কথা মনে তো খুবই পড়বে।'  পন্থের এই জবাবই নেটিজেনদের মন জিতেছে। আসলে রোহিতের বাগানে ঘোরার উদ্ধৃতিটি বিষয়টা বেশ জনপ্রিয় হয়েছিল। তার সঙ্গে মিল রেখেই পন্থ এই জবাবটি দেন। পন্থের বুদ্ধিমত্তার পরিচয় এর আগেও স্টাম্প মাইকে বারংবার পাওয়া গিয়েছে। এই ঘটনায় ফের একবার সেই স্ট্রিট স্মার্টনেসের ছবিটা ফুটে উঠল।

ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ২০০৭ সালে শেষবার ইংল্যান্ডে জয় পেয়েছিল। তারপর থেকে ১৮ বছর বিলেতের মাটিতে সিরিজ় অধরা। এবার সেই ছবিটা বদলানোর লক্ষ্যে মাঠে নামবেন শুভমন গিলরা। এই গুরুত্বপূর্ণ সিরিজ়ের আগে গিল, পন্থরা, শুক্রবার ইংল্যান্ডের উদ্দেশে উড়ে গেলেও, বহু ভারতীয় ক্রিকেটার কিন্তু ইতিমধ্যেই ইংল্যান্ডে পৌঁছে গিয়েছেন। কেএল রাহুল তো ভারতীয় 'এ' দলের হয়ে মাঠেও নেমেছেন। সেই ম্যাচেই চোখধাঁধানো এক ইনিংস খেলেন রাহুল।

ইংল্যান্ড লায়ান্সের বিরুদ্ধে তিনি ১১৬ রানের ইনিংস খেলেন। ভারতীয় 'এ' দলর স্কোর বেসরকারি টেস্টের প্রথম দিন শেষে ভারতের স্কোর সাত উইকেটে ৩১৯ রান।