লন্ডন: আর দিন দু'য়েকের অপেক্ষার পরেই লিডসের হেডিংলিতে প্রথম টেস্ট খেলতে নেমে পড়বে ভারত ও ইংল্যান্ড (ENG vs IND)। বিরাট কোহলি, রোহিত শর্মা ও আর অশ্বিনের অবসরের পর শুভমন গিলের অধিনায়কত্বে ভারতীয় টেস্ট দলের নব যুগের সূচনা হতে চলেছে। এই সিরিজ়ে ফাস্ট বোলিং অলরাউন্ডার হিসাবে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন শার্দুল ঠাকুর (Shardul Thakur)। তিনি কিন্তু সিরিজ়ের জন্য বেশ মুখিয়েই রয়েছেন।
দলের তরুণ তুর্কি থাকাটাকে বেশ স্বাগতই জানাচ্ছেন শার্দুল, পাশাপাশি ইংল্যান্ডে খেলার চ্যালেঞ্জটাও তাঁর জন্য় বেশ উপভোগ্য বলেই মনে করেন তিনি। বিসিসিআইয়ের পোস্ট করা একটি ভিডিওতে শার্দুলকে বলতে শোনা যায়, 'বিশ্বের এই প্রান্তে খেলাটা বেশ উত্তেজনার কারণ এখানে খেলার চ্যালেঞ্জটা ভিন্ন রকমের। সবার প্রথম যে চ্যালেঞ্জটার মুখে পড়তে হয়, সেটা হল আবহাওয়া। কখনও মেঘলা, আবার কখনও রোদ ঝলমলে। ব্যাটিং হোক বা বোলিং, সকলকেই কিন্তু এই অনুযায়ীই নিজেদের মানিয়ে নিতে হয়। দলে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার রয়েছেন। নতুন প্রতিভা থাকাটা তো সবসময়ই ভাল। ওরা দলের মধ্যে নতুন উদ্যমের সঞ্চার করে।'
তরুণ দলের হয়ে ইংল্যান্ডকে তাঁদেরই ঘরের মাটিতে হারানো গিলদের জন্য একেবারেই সহজ হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে শার্দুল কিন্তু বেন স্টোকসদের কার্যত হুঁশিয়ারিই দিয়ে রাখলেন। 'বর্তমানে ইংল্যান্ড ভিন্ন ধরনের ক্রিকেট খেলে। তবে ওদের চমকে দিতে চাই আমরা, বোঝাতে চাই যে আমরা এখানে সকলকে চমকে দিতে তৈরি। দেশের বাইরে সিরিজ় জেতাটা তো সবসময়ই আনন্দদায়ক। আমরা যগি এবার সেটা করতে সফল হই, তাহলে কিন্তু তা গোটা দেশের জন্য বেশ বড় বিষয় হবে।' দাবি শার্দুলের।
২০২১ সালে, বিলেতের মাটিতে ভারত বনাম ইংল্যান্ডের শেষ সিরিজ়ে শার্দুল দলের অঙ্গ ছিলেন। সেই সিরিজ়ে এগিয়ে থাকলেও, করোনাকালে তা মাঝপথে থেমে যায় এবং এক বছর পর শেষ টেস্ট জিতে ইংল্যান্ড ২-২ সিরিজ় ড্র করে। শার্দুল সেই সিরিজ়েও টিম ইন্ডিয়ার অংশ ছিলেন। তিন টেস্ট খেলে সেইবার ফাস্ট বোলিং অলরাউন্ডার আট উইকেট নেওয়ার পাশাপাশি দুইটি অর্ধশতরানও করেছিলেন। এবারও তিনি সিরিজ় শুরুর আগে ভাল ফর্মে রয়েছেন। আন্তঃদলীয় ম্যাচে শার্দুল প্রথমে বল হাতে প্রথম দিন বেশ ভাল বল করেছিলেন। রবিবার তাঁর ব্যাট থেকে ১২২ রানের ইনিংসও দেখা যায়। একাদশে সুযোগ পেলে মূল ম্যাচেও কিন্তু তাঁর থেকে এমন পারফরম্যান্সেরই প্রত্যাশায় থাকবেন ভারতীয় অনুরাগীরা।