লিডস: নতুন অধিনায়ক, একাধিক তরুণ তারকা, ইংল্যান্ডের কঠিন পরিবেশ ও বিরাট কোহলি, রোহিত শর্মার অনুপস্থিতি, সব মিলিয়ে নব প্রজন্মের ভারতীয় দলের সামনে একাধিক চ্যালেঞ্জ ছিল। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে (ENG vs IND) প্রথম টেস্টের প্রথম দিন সেই চ্যালেঞ্জটা দারুণভাবে উতরেছে টিম ইন্ডিয়া। তিন উইকেটের বিনিময়ে ৩৫৯ রান তুলে দিনশেষে বেশ ভাল জায়গায় ভারতীয় দল। বড় রানের পথে এগোচ্ছে টিম ইন্ডিয়া। এর ভিতটা কিন্তু গড়েন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)।
ইংল্যান্ডের মাটিতে ওপেন করার চ্যালেঞ্জটা যে কতটা কঠিন, তা কারুরই অজানা নয়। উপরন্তু, এটাই যশস্বীর প্রথম ইংল্যান্ড সফর ছিল। তাই স্বাভাবিকভাবেই তাঁর সামনে বেশ কড়া চ্যালেঞ্জ অপেক্ষা করেছিল। যশস্বী যে সেই পরীক্ষায় পাশ করলেন, তাই নয়, একেবাকে লেটার মার্কস নিয়ে এলেন তিনি। ইংল্যান্ডের মাটিতে সিনিয়র দলের হয়ে প্রথম ইনিংসেই তাঁর ব্যাট থেকে এল ১০১ রানে ঝাঁ চকচকে ইনিংস। এই শতরানের ইনিংসের সুবাদেই তিনি স্যর ডন ব্র্যাডম্যানকে পিছনে ফেলে দেন।
যশস্বী এই নিয়ে মোট ১০ ইনিংসে ইংল্যান্ডের বিপক্ষে ৮১৩ রান করে ফেললেন। তাঁর গড় ৯০.৩৩। ইংল্যান্ডের বিরুদ্ধে কোনও ব্যাটারের এটাই সর্বাধিক ব্যাটিং গড় (অন্তত ৫০০ রান)। ভারতীয় তরুণ তুর্কি ব্র্যাডমনকে পিছনে ফেললেন। অজ়ি কিংবদন্তি ইংল্যান্ডের বিরুদ্ধে ৬৩টি টেস্ট ইনিংসে মোট ৫০২৮ রান করেছেন। ব্র্যাডম্যানের ব্যাটিং গড় ৮৯.৭৮। তবে এই গড়কেও পিছনে ফেলে দিলেন যশস্বী। তিনিই প্রথম ব্যাটার যাঁর ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং গড় ৯০-র অধিক।
হেডিংলেতে প্রথম দিন খেলা হল ৮৫ ওভার। প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৩৫৯/৩। শুভমন ১২৭ রানে ক্রিজে। ঋষভ ব্যাট করছেন ৬৫ রানে। দুজনে অবিচ্ছেদ্য চতুর্থ উইকেটে ১৩৮ রান যোগ করেছেন। ইংল্যান্ডের পরিবেশে, স্যুইং আর সবুজ পিচের ভয়ঙ্কর কম্বিনেশনের সামনে ভারতীয় ব্যাটাররা কী করবেন, ধন্দে ছিলেন অনেকে। কিন্তু এই ইংল্যান্ডের বোলিংয়ে সেই ধার ও ভার নেই। তাই সুযোগ পেয়েই প্রথম দিনেই রানের পাহাড়ে টিম ইন্ডিয়া। এবার দেখার ভারতীয় দল মোট কত রানে নিজেদের ইনিংস শেষ করে।