নয়াদিল্লি: ইংল্যান্ড ক্রিকেট দলের হয়ে তিনি পাকিস্তানে খেলতে ব্যস্ত, ঠিক সেইসময়ই তাঁর বাড়িতে হয়ে গেল বিরাট ডাকাতি। ঘটনাটি ১৭ অক্টোবরের। বেন স্টোকস (Ben Stokes) জানান তিনি যখন পাকিস্তান সফরে দেশের হয়ে প্রতিনিধিত্ব করছিলেন, তখনই তাঁর বাড়িতে ঘটে যায় ডাকাতি। তাতে তাঁর বেশ মূল্যবান কিছু জিনিসপত্র চুরি গিয়েছে যার মধ্যে ব্রিটেন সরকার থেকে তাঁর প্রাপ্ত ওবিই পদকও রয়েছে বলে জানান ইংল্যান্ড অধিনায়ক।
স্টোকস জানান ঘটনাটি ইংল্যান্ডের উত্তর-পূর্বাংশের কাসেল ইডেনে তাঁর বাড়িতে ঘটে এবং সেইসময় তাঁর স্ত্রী এবং দুই সন্তানও বাড়িতে উপস্থিত ছিলেন। স্টোকস সকলের উদ্দেশে আর্জি জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'এই গোটা ঘটনার সবথেকে খারাপ দিক হল ঘটনাটি আমার স্ত্রী এবং দুই সন্তান বাড়িতে থাকাকালীন ঘটে। সৌভাগ্যক্রমে আমার পরিবারের কারুর কিছু হয়নি। তবে স্বাভাবিকভাবেই এই ঘটনাটি মানসিক এবং আবেগের দিক থেকে ওদের ওপর একটা প্রভাব ফেলেছে। ঠিক আর কী কী হতে পারে, এটা ভেবেই শিউরে উঠছি।'
স্টোকস তাঁর হারানো জিনিসপত্রের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন, তবে সেই জিনিসপত্র খুঁজে পাওয়ার থেকে অপরাধীর ধরাটাই যে আসল লক্ষ্য, সেটাও স্পষ্ট করে দেন ইংল্যান্ড অধিনায়ক। 'আমি চুরি যাওয়া জিনিসপত্রগুলির ছবি শেয়ার করছি যাতে এই কাণ্ড যার ঘটিয়েছেন, তাঁদের খুঁজে বের করা যায়। আমার অত্যন্ত পছন্দের জিনিসপত্র খোয়া গেলেও, অপরাধীদের ধারাটাই আসল উদ্দেশ্য।' জানান তিনি।
তবে এই গোটা ঘটনায় পুলিশের বিরুদ্ধে স্টোকসের তেমন কোনও ক্ষোভ নেই, বরং তিনি পাকিস্তানে থাকাকালীন এবং তারপরেও গোটা বিষয়ে পুলিশি তদন্ত এবং সহযোগিতায় সন্তুষ্ট বলেই জানান।
আরও পড়ুন: রিটেনশন তালিকা প্রকাশের আগেই কেকেআর কর্ণধারের সঙ্গে ফ্রেমবন্দি তারকা ক্রিকেটার, বাড়ল জল্পনা