হেডিংলে: আর কিছুদিন পর থেকেই শুরু লাল বলের মহাযুদ্ধ। ভারতীয় ক্রিকেট দল উড়ে যাচ্ছে ইংল্যান্ডে (India vs England Test Series)। সেখানেই পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলবে তারা। আগামী ৩০ জুন থেকে শুরু টেস্ট সিরিজ। যার প্রথম টেস্ট হতে চলেছে লিডসে। এবার সেই টেস্টের জন্য ইংল্যান্ডের ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হল। বেন স্টোকসের নেতৃত্বাধীন দল ফিরেছেন অভিজ্ঞ ক্রিস ওকস। 

সারের অলরাউন্ডার জেমি ওভার্টনও ফিরেছেন টেস্ট স্কোয়াডে। ২০২২ সালে জুন মাসে কিউয়িদের বিরুদ্ধে টেস্ট ম্য়াচের পর আর কখনও টেস্ট ম্য়াচ খেলতে দেখা যায়নি ওভার্টনকে। এই মুহূর্তে যদিও মেডিক্যাল দলের কড়া তত্ত্বাবধানে রয়েছেন তিনি। গত সপ্তাহে জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্য়াচ খলার সময় ডান আঙুলে চোট পেয়েছিলেন ওভার্টন।
 
আসন্ন সিরিজের জন্য ডারহামের পেসার ব্রেন্ডন কেয়ার্স, ওয়ারউইকশায়ার্সের জেকব ব্রেথেল ও ক্রিস ওকসকে দলে নেওয়া হয়েছে। গত ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের পর ফের একবার ওকসকে দলে নেওয়া হয়েছে ভারতের বিরুদ্ধে।
 
সারের হয়ে কাউন্টি খেলা গাস অ্য়াটকিনসনকে অবশ্য প্রথম টেস্টে পাচ্ছে না ইংল্য়ান্ড। তাঁর চোট রয়েছে হ্যামস্ট্রিংয়ের। ট্রেন্টব্রিজে জিম্বাবোয়ের বিরুদ্ধে টেস্ট খেলার সময় চোট পেয়েছিলেন অ্য়াটকিনসন গত মাসে। 
 
এক নজরে ইংল্য়ান্ড স্কোয়াড: বেন স্টোকস, শোয়েব বসির, জো রুট, জেকস ব্রথেল, হ্যারি ব্রুক, ব্রেন্ডন কার্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, জেমি ওভার্টন, ওলি পোপ, জেমি স্মিথ, জশ টাং, ক্রিস ওকস, স্য়াম কুক

এদিকে, আট বছর পর ভারতীয় টেস্ট স্কোয়াডে ঢুকে পড়েছেন করুণ নায়ার। আর প্রস্তুতি ম্য়াচে খেলতে নেমেই ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দ্বিশতরান হাঁকিয়েছেন করুণ। ২০১৭ সালে ধর্মশালায় শেষবার জাতীয় দলের জার্সিতে টেস্ট খেলতে নেমেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তার আগের বছর ইংল্য়ান্ডের বিরুদ্ধে দেশের মাটিতেই টেস্টে ত্রিশতরান হাঁকিয়েছিলেন। বীরেন্দ্র সহবাগের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে টেস্টে ত্রিশতরান হাঁকিয়েছিলেন করুণ নায়ার। এরপর থেকেই বারবার ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্য়ান্স করেও জাতীয় দলে সুযোগ আসছিল না। এবারের ইংল্যান্ড সিরিজেও বিরাট ও রোহিত থাকলে আদৌ সুযোগ আসত কি না সন্দেহ। তবে শেষ মুহূর্তে ২ অভিজ্ঞ তারকা টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর শিকে ছিড়ে যায় করুণের। আর ১৮ সদস্যের দলে ঢুকে পড়েছেন তিনি।