নটিংহ্য়াম: টেস্ট ক্রিকেটে এমনটা তো আগে কখনও হয়নি। টেস্টে ক্রিকেটে একেবারে টি-টোয়েন্টির আমেজে ব্যাটিং। আর সেই ব্যাটিং তাণ্ডব করেই নতুন রেকর্ড গড়ে ফেললে ইংল্যান্ড ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ট্রেন্টব্রিজের নটিংহ্যামে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে বেন স্টোকসের দল। সেখানেই মাত্র ৪.২ ওভারে বোর্ডে ৫০ এর ওপর রান তুলে ফেলল ইংল্য়ান্ড শিবির। এমনটা আগে কখনও হয়নি। টেস্টে এটাই দ্রুততম পঞ্চাশ প্লাস স্কোর যে কোনও দলের। ইংল্য়ান্ডের হয়ে ওপেন করতে নেমেছিলেন বেন ডাকেট ও ওলি পোপ। ডাকেট ১৪ বলে ৩৩ রান করেন এই পার্টনারশিপে ও পোপ ৯ বলে ১৬ রান যোগ করেন। 


এর আগে টেস্টে দ্রুততম পঞ্চাশ পেরনোর রেকর্ড ছিল ইংল্য়ান্ডের দখলেই। ১৯৯৪ সালে ৪.৩ ওভারে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে পঞ্চাশ প্লাস স্কোর করেছিল ব্রিটিশ ব্রিগেড। এবার নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙে দিলল ইংল্যান্ড শিবির। এই তালিকায় এবার তৃতীয় স্থানেও রয়েছে ইংল্যান্ড শিবিরই। ম্য়াঞ্চেস্টারে ২০০২ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ৫ ওভারে পঞ্চাশ বা তার বেশি রান বোর্ডে তুলে ফেলেছিল ইংল্য়ান্ড শিবির। 


 






এই তালিকায় চতুর্থ স্থানে আছে শ্রীলঙ্কা। তারা ২০০৪ সালে পাকিস্তানের বিরুদ্ধে ৫.২ ওভারে পঞ্চাশের গণ্ডি পেরিয়ে গিয়েচিল। ভারত এই তালিকায় রয়েছে পঞ্চম স্থানে। ২০০৮ সালে চেন্নাইয়ের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চাশ রান বোর্ডে তুলতে মাত্র ৫.৩ ওভার খরচ করে ভারত। এছাড়া গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও মাত্র ৫.৩ ওভারেই পঞ্চাশ বা তার বেশি রান বোর্ডে তুলে ফেলেছিল টিম ইন্ডিয়া।


এদিকে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়িয়ে ফের ইংল্যান্ড স্কোয়াডেই জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, দ্বিতীয় টেস্ট থেকে জেমন অ্য়ান্ডারসন নতুন ভূমিকায় থাকবেন। ইংল্য়ান্ড ক্রিকেট দলের সঙ্গে মেন্টর হিসেবে দায়িত্ব সামলাবেন অ্যান্ডারসন। বাকি দুটো টেস্টে ইংল্য়ান্ডের বোলারদের ভুলত্রুটি শুধরে দেওয়া ও অভিভাবক হিসেবে দায়িত্ব সামলাবেন অ্যান্ডারসন। ৪১ বছরের অ্যান্ডারসন তাঁর কেরিয়ারের টেস্টে মোট ৭০৪ উইকেট নিয়ে শেষ করেছিলেন। শেষ ম্য়াচে ৪ উইকেট নিয়েছিলেন এই তারকা প্রাক্তন পেসার। মুত্থাইয়া মুরলিথরণ ও শেন ওয়ার্নের পরই তৃতীয় স্থানে রয়েছেন অ্যান্ডারসন।