লন্ডন: গত কয়েক বছরে ভারত-ইংল্যান্ড দ্বৈরথ হলে বিরাট কোহলি ক্রিজে এলেই আক্রমণে চলে আসতে দেখা গিয়েছে আদিল রশিদকে। তারকা লেগস্পিনারকে দিয়েই বিরাটের উইকেট তোলার ছক কষেছেন ইংরেজ ক্যাপ্টেনরা। কিন্তু সবসময়ই কি তেমনটা হয়েছে? আদিল রশিদ নিজেই বলছেন যে তিনি বিরাটকে হয়ত অনেকবার আউট করেছেন, তা ঠিক, কিন্তু প্রচুর রানও করেছেন কোহলি।
সম্প্রতি বিরাটের সঙ্গে খেলার স্মৃতি উসকে আদিল বলেন, ''এটা কখনওই তেমন নয় যে আমি বল করতে এলেই বিরাটের উইকেট পেয়েছি। এমনটাও হয়েছে যে বিরাট প্রচুর রান করেছে আমার বলে। কখনও কখনও এটা মনে হয় কারণ এত ম্য়াচ আমরা খেলেছি একে অপরের বিরুদ্ধে। তাই অনেক সময় আমার বলে আউট হয়েছে কোহলি। তবে একইসঙ্গে আমাকে ওঁর ব্যাট থেকে অনেক বাউন্ডারি, ছক্কা হজম করতে হয়েছে। প্রচুর শতরান ও অর্ধশতরান করেছে ওঁ।'' তথ্য বলছে, রশিদের বিরুদ্ধে ৩২ ইনিংসে মোট ৪৭৩ রান করেছেন বিরাট। ৪৩ গড়ে রান করেছেন। ইংল্য়ান্ড স্পিনার ১১ বার প্রাক্তন ভারত অধিনায়ককে আউট করেছেন। রশিদের বলে মোট ৩৮টি বাউন্ডারি ও চারটি ছক্কা হাঁকিয়েছেন কিং কোহলি।
এক পডকাস্টে প্রোটিয়া পেসার কাগিসো রাবাডা ও আদিল রশিদ অংশ নিয়েছিলেন। প্রোটিয়া পেসার বলছেন, "বিরাট কোহলিকে আউট করা সত্যিই খুব কঠিন কাজ। ওঁ নিজের উইকেটের মূল্যটা খুব ভাল করে বোঝে। যদি বিরাটকে আউট করা যায়, তবে সেটি বোলারের কৃতিত্ব মানা যায়। কারণ কোহলিকে আউট করা একেবারেই সোজা কাজ নয়।''
উল্লেখ্য, রাবাদার বিরুদ্ধে ৩৮ ইনিংসে ৪২৩ রান করেছেন বিরাট। পঞ্চাশের ওপর গড়ে রান করেছেন। আটবার রাবাডা বিরাটের উইকেট তুলতে পেরেছেন।
রউফকে আউট করে পাল্টা খোঁচা বুমরার
রবিবার এশিয়া কাপের ফাইনালে হ্যারিস রউফকেই দুরন্ত ডেলিভারিতে বোল্ড করলেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তারপর রউফের সেলিব্রেশনের নকল করে যুদ্ধবিমান মুখ থুবড়ে পড়ার ইঙ্গিত করলেন বুম বুম বুমরা। রবিবার যে ঘটনায় উত্তাপ ছড়াল ভারত বনাম পাকিস্তান ম্যাচে। বুমরা যে সুপার ফোরের ম্যাচে রউফের কটাক্ষের জবাব দিয়েছেন, বলার অপেক্ষা রাখে না।
বাউন্ডারি লাইনের কাছে ফিল্ডিং করার সময় পাকিস্তানের পেসার কে দেখে 'কোহলি কোহলি' বলে চিৎকার শুরু হয়। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে পাক পেসারকে বিশাল যে দুটি ছক্কা মেরেছিলেন কোহলি, সেটাই যেন মনে করিয়ে দেওয়া হয় রউফকে। তবে জবাবে আপত্তিকর কাজ করেন রউফ। হাতের ইশারায় যুদ্ধবিমান ওড়ার ভঙ্গি করেন। তারপর আঙুলের ইশারায় ছয় দেখান। এবার যেন তার পাল্টা খোঁচা দিলেন বুমরাও।