লিডস: ওয়ান ডে ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন তারা । ৫০ ওভারের ফর্ম্যাটে জিতেই চলেছে অস্ট্রেলিয়া (England vs Australia) । টানা ১৪টি ওয়ান ডে ম্যাচ জিতল অস্ট্রেলিয়া । সামনে নিজেদেরই রেকর্ড । ২০০৩ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে টানা ২১টি ওয়ান ডে ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া । এবার ২০২৩ সালের অক্টোবর থেকে ওয়ান ডে ক্রিকেটে আর হারেনি অস্ট্রেলিয়া । বিশ্বকাপের পর থেকে ওয়ান ডে তে অপরাজিত অস্ট্রেলিয়া । ঘটনা হচ্ছে, ২০০৩ সালেও ওয়ান ডে বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া । কাকতালীয় হলেও, সেবারও ফাইনালে ভারতকে হারিয়ে বিশ্বসেরার মুকুট মাথায় পরেছিল অস্ট্রেলিয়া ।


শনিবার লিডসে ইংল্যান্ডকে ৬৮ রানে দুরমুশ করল অস্ট্রেলিয়া । পরপর দুই ম্যাচে জিতে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া ।            


লিডসে টস জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল ইংল্যান্ড । ম্যাথু শর্ট ও আগের ম্যাচের নায়ক ট্র্যাভিস হেড ঝোড়ো শুরু করেন । ২৭ বলে ২৯ রান করে পেরেন হেড । ২৯ করেই ফেরেন শর্ট । তিন নম্বরে নেমে মিচেল মার্শ ৫৯ বলে ৬০ রান করেন । তবে ম্যাচে অস্ট্রেলিয়াকে ভাল জায়গায় পৌঁছে দেন অ্যালেক্স ক্যারি । ৬৭ বলে ৭৪ রান করেন তিনি । তবে নিয়মিত ব্যবধানে উইকেট পড়ে যায় অস্ট্রেলিয়ার । ৪৪.৪ ওভারে ২৭০ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া । 


 






জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ইংল্য়ান্ডও । মাত্র ৪০.২ ওভারে ২০২ রানে শেষ হয়ে যায় ইংরেজ ইনিংস । জেমি স্মিথ সর্বোচ্চ ৪৯ রান করেন । মিচেল স্টার্ক নেন ৩ উইকেট । ২টি করে উইকেট নিয়েছেন জশ হ্যাজলউড, অ্যারন হার্ডি ও গ্লেন ম্যাক্সওয়েল । ১ উইকেট অ্যাডাম জাম্পার ।          


আরও পড়ুন: বিরল কীর্তি গড়বেন ঋষভ পন্থ? বিরাট পূর্বাভাস প্রতিপক্ষ শিবিরের প্রাক্তন তারকার


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।