চেন্নাই: প্রায় ৭০০ দিনের প্রতীক্ষা। দীর্ঘ সময় পর বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN 1st Test) ম্যাচ দিয়েই নিজের টেস্ট প্রত্যাবর্তন ঘটান ঋষভ পন্থ। প্রথম ইনিংসে চাপের মুখে নিজের স্ট্রোক প্লেতে বেশ নজর কেড়েছিলেন। দ্বিতীয় ইনিংসে দুরন্ত সেঞ্চুরি হাঁকালেন তিনি। ঋষভ পন্থের (Rishabh Pant) ব্যাটিংয়ে মুগ্ধ আট থেকে আশি।


বাঁ-হাতি কিপার-ব্যাটার যে আগ্রাসী ব্যাটিং করতে সক্ষম। এমন কোনও তারকার সঙ্গে বারংবার যার তুলনা হয়, তিনি অ্যাডাম গিলক্রিস্ট (Adam Gilchrist), অস্ট্রেলিয়ার কিংবদন্তি প্রাক্তনী। অনেকেই কিন্তু পন্থের ব্যাটিং শৈলীর মধ্যে গিলক্রিস্টের ছায়া খুঁজে পান। তবে গিলক্রিস্ট কিন্তু আগ্রাসনের দিক থেকে পন্থকেই এগিয়ে রাখছেন। অজ়ি প্রাক্তনী বলেন, 'আমার মতে ও আমার থেকে বেশি আগ্রাসী। আমি মাঝেসাঝে আগ্রাসী ক্রিকেট খেলতাম। তবে পন্থ একেবারে নির্ভীক। তবে আমার যেটা ভাল লাগে সেটা হল ও প্রয়োজনে কিন্তু নিজেকে থামিয়ে চাপ শুষে নিতে, তুলনামূলক রক্ষণাত্মক ক্রিকেট খেলতেও সক্ষম। দারুণ ক্রিকেটার ও।'


গিলক্রিস্ট স্পষ্ট জানিয়ে দেন তিনি টাকা দিয়েও ঋষভের খেলা দেখতে দ্বিতীয়বার ভাববেন না। 'ওর খেলা দেখার জন্য আমি হাসি হাসি টাকা দিতে রাজি। এটা দারুণ গুণ। লোকজন যার জন্য এমনটা করতে প্রস্তুত, সে তো ভাল ক্রিকেটার হবেই। ও ম্যাচ উইনার, জীবনযুদ্ধে জয়ী। আমরা তো সেটা মোটামুটি সবাই জানি। পাশাপাশি ও মানুষ হিসাবেও বেশ মজাদার। যে কোনও চাপের পরিস্থিতিতেও ও সকলকে হাসিখুশি রাখতে পারে।'


চেন্নাইয়ে টেস্ট কেরিয়ারের ষষ্ঠ সেঞ্চুরিটি হাঁকান পন্থ। মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে যুগ্মভাবে ভারতীয় ক্রিকেটের টেস্ট ইতিহাসে সর্বাধিক সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্ব এখন পন্থের দখলে। তিনি চিপকে শনিবার ১০৯ রানের ইনিংস খেলেন। পন্থের প্রতিভায় মুগ্ধ বাংলাদেশের তামিম ইকবালও। তিনি তো বলেই দিচ্ছেন পন্থ শুধু ভারতীয় হিসাবে নয়, কিপার হিসাবে বিশ্বের সর্বাকালের সর্বাধিক সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়বেন। ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে তামিম বলেন, 'আমি নিশ্চিতভাবে বলতে পারি উইকেটকিপার হিসাবে সবচেয়ে বেশি সেঞ্চুরি করবে ও।'


পন্থ সকলের প্রত্যাশায় পূরণ করতে পারেন কি না, সেটাই দেখার।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: টেস্ট ইতিহাসে এই প্রথম, চেন্নাইয়ে সেঞ্চুরি হাঁকিয়ে অনন্য় কীর্তি গিলের, ভাঙলেন কোহলির রেকর্ডও