বার্মিংহাম: ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) প্রথম টেস্টে পরাজয়ের পর বার্মিংহামের এজবাস্টনে দ্বিতীয় টেস্টে সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে। তবে ভারতীয় দলের এই মাঠে যা রেকর্ড, তাতে অন্তত ভারতীয় সমর্থকরা খুব একটা আশাবাদী হতে পারবেন না। 

১৯৬৭ সালে ভারতীয় দল এজবাস্টনে প্রথমবার ইংল্য়ান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে নামে। তারপর থেকে ৫৮ বছর কেটে গিয়েছে। এই মাঠে আরে সাতবার ইংল্যান্ডের মুখোমুখি হয় ভারত। দুর্ভাগ্যবশত আটবারের মধ্যে টিম ইন্ডিয়া এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে একটিও টেস্ট ম্য়াচ জিততে পারেনি। তিন ম্যাচে তো ইনিংসে হেরেছে টিম ইন্ডিয়া। কেবল ১৯৮৬ সালে টেস্ট ম্য়াচ ড্র করতে সক্ষম হয়েছিল ভারতীয় দল। বাকি সাত ম্যাচেই পরাজিত হয়েছে ভারত। শেষবার তিন বছর আগেও সাত উইকেটে হেরেছিল ভারত।

ফলে এই তরুণ ভারতীয় দলের সামনে সেটা করে দেখানোর সুযোগ রয়েছে, যা এর আগে কোনও ভারতীয় দল করতে পারেনি। ইংল্যান্ডকে এজবাস্টনের মাঠে হারিয়ে ইতিহাস গড়তে পারে শুভমন গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল। তবে অতীত পরিসংখ্যান কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে কাজটা একেবারেই সহজ হবে না। 

এই ম্যাচের আবহাওয়ার পূর্বাভাসেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২ জুলাই থেকে বার্মিংহামের এজবাস্টনে দ্বিতীয় টেস্ট ম্যাচে মাঠে নামবে ভারত ও ইংল্যান্ড। বিলেতের মাটিতে আপাতত পরিবেশ বেশ ভাল। তবে একটা বিষয় নিশ্চিত ইংল্যান্ডে পরিবেশ বদলাতে খুব একটা সময় লাগে না। লিডসেও বৃষ্টির জেরে একাধিকবার ম্যাচে বিঘ্ন ঘটে। বার্মিংহামেও কিন্তু এমনটাই হওয়ার সম্ভাবনা প্রবল।

AccuWeather-র রিপোর্ট অনুযায়ী, টেস্টের প্রথম চার দিনে বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস নেই। তবে হ্যাঁ, আকাশ এই চারদিনের প্রতিদিনই বেশ মেঘলা থাকবে যার ফলে ফাস্ট বোলাররা বল স্যুইং করাতে বেশ মদত পাবেন। ম্যাচের প্রথম দিন তাপমাত্রা ১২ থেকে ২৪ ডিগ্রির আশেপাশে থাকার কথা। দ্বিতীয় দিনও পরিবেশ ও তাপমাত্রা হুবহু একইরকম থাকার পূর্বাভাস। তৃতীয় দিনে মেঘলা আকাশের মাঝে মাঝে সূর্যের দেখা মিলতে পারে। চতুর্থ দিনেও প্রথম দুই দিনের মতোই তাপমাত্রা থাকবে। তবে ম্য়াচের পঞ্চম দিন তাপমাত্রা এক থাকলেও বৃষ্টির সম্ভাবনা প্রবল। পূর্বাভাস অনুযায়ী একাধিকবার বৃষ্টির জেরে খেলা থামাতে হতে পারে।

সব মিলিয়ে শুভমন গিল এবং গোটা টিম ইন্ডিয়াকে যে কঠোর চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, তা বলাই বাহুল্য। তবে অতীতে যেমন এজবাস্টনে ভারতীয় দল কোনওদিন জেতেনি, তেমনি গাব্বাতেও অস্ট্রেলিয়া কিন্তু অপ্রতিরোধ্য ছিল। সেই ঐতিহাসিক ম্য়াচেও এক তরুণ ভারতীয় দলই নতুন ইতিহাস গড়েছিল। তাই এজবাস্টনেও এমনটা হওয়া অসম্ভব কিন্তু নয়।