আমদাবাদ: চলতি আইপিএলে (IPL 2025) তাঁর ব্যাট যেন কথা বলছে। একের পর এক দৃষ্টিনন্দন ইনিংস খেলেছেন তিনি। টুর্নামেন্ট শেষেই অবশ্য সাই সুদর্শনের (Sai Sudarshan) জন্য সম্পূর্ণ ভিন্ন এক চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে। ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় 'এ' দলে (India A Tour of England) সুযোগ পেয়েছেন তিনি, আর যা কানাঘুষো শোনা যাচ্ছে তাতে রোহিত শর্মা, বিরাট কোহলি পরবর্তী জমানায় তাঁকে ভারতীয় টেস্ট দলেও ডাকা হবে। সেই ইংল্যান্ড সফরের জন্য সুদর্শনের গলা থেকে আত্মবিশ্বাস ঝড়ে পড়ছে।

১৬ মে ভারতীয় 'এ' দলের ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। ৩০ মে ও ৬ জুন, দুইটি প্রথম শ্রেণির ম্যাচ খেলার কথা ভারতীয় 'এ' দলের। আইপিএলের প্লে-অফের জেরে প্রথম ম্যাচে খেলতে পারবেন না সুদর্শন। তবে গুজরাত টাইটান্সে তাঁর ওপেনিং সতীর্থ শুভমন গিল ও সুদর্শন, উভয়েই দ্বিতীয় ম্যাচ খেলবেন বলে খবর। আইপিএলে উভয়েই দুরন্ত ফর্মেও রয়েছেন। গিল দ্বিতীয় সর্বোচ্চ ৬৩৬ রান করলে, সুদর্শন ১৩ ম্যাচে ৫৩-র অধিক গড় ও ১৫৫-র অধিক স্ট্রাইক রেটে সর্বাধিক ৬৩৮ রান করেছেন সুদর্শন। বাঁ-হাতি ব্যাটার ইংল্যান্ডে লাল বলের ক্রিকেটেও ভাল পারফর্ম করবেন বলে আশাবাদী অনেকেই।    

সুদর্শন নিজেও আত্মবিশ্বাসী। আগে আপাতত আইপিএলে নিজের মনোনিবেশ করতে চাইলেও, ইংল্যান্ড সফরের প্রসঙ্গে সাংবাদিকদের সুদর্শন বলেন, 'আমি জানি যে আমি ভারতীয় এ দলের হয়ে খেলতে যাব। তবে আপাতত মানসিকভাবে আমাদের আইপিএলের ওপর ফোকাস রাখতে হবে। এটা শেষ হয়ে গেলে না হয় ভারতীয় এ দলের বিষয়টা ভাবা যাবে। কিন্তু হ্যাঁ, নিঃসন্দেহেই আমি এই সুযোগ পাওয়ায় খুশি এবং আমার মনে হয় আমি ওখানে দারুণ পারফর্ম করব।'

সুদর্শন সাম্প্রতিক অতীতে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলেছেন। সেখানে বেশ বড় রানও পেয়েছিলেন তিনি। এবার দেখার জাতীয় দলের হয়ে সুযোগ পেলে তিনি কেমন পারফর্ম করেন।

ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ভারতের এ দল

অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, করুণ নায়ার, ধ্রুব জুরেল (সহ অধিনায়ক ও উইকেটকিপার), নীতীশ কুমার রেড্ডি, শার্দুল ঠাকুর, ঈশান কিষাণ (উইকেটকিপার), মানব সুতার, তনুশ কোটিয়ান, মুকেশ কুমার, আকাশ দীপ, হর্ষিত রানা, অংশুল কম্বোজ, খলিল আমেদ, রুতুরাজ গায়কোয়াড়, সরফরাজ খান, তুষার দেশপাণ্ডে ও হর্ষ দুবে।

দ্বিতীয় ম্যাচ থেকে এই দলের সঙ্গে শুভমন গিল ও সাই সুদর্শনও দলের সঙ্গে যোগ দেবেন।