লন্ডন: ক্রিকেটের সব ধরণের ফর্ম্যাট থেকে অবসর নিলেন অইন মর্গ্যান(Eoin Morgan)। তিনিই ইংল্যান্ডের একমাত্র অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিতেছিল। ২০১৯ সালে মর্গ্যানের নেতৃত্বেই প্রথমবার পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে বিশ্বকাপ জিতেছিল মর্গ্যান। গত বছর জুলাই মাসে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন মর্গ্য়ান। এবার ঘরোয়া ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও আর দেখা যাবে না মর্গ্য়ানকে। 


 






দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে শেষবার মর্গ্য়ানকে দেখতে পাওয়া গিয়েছিল। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন ও দলকে নেতৃত্বও দিয়েছেন। ২০০৬ সালে আন্তর্জাতি ক্রিকেটে অভিষেকের পর প্রথমে আয়ারল্যান্ডের জার্সিতে খেলেছেন মর্গ্যান। এরপর ইংল্য়ান্ডে চলে আসেন তিনি। পরে ব্রিটিশদের হয়েও দেশের প্রতিনিধিত্ব করেন।


নিলামে সবচেয়ে দামি স্মৃতি


মহিলাদের আইপিএলে সবচেয়ে দামি ক্রিকেটার হলেন স্মৃতি মন্ধানা (Smriti Mandhana)। নিলামে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) দলে নিল তাঁকে। স্মৃতির দর উঠল ৩ কোটি ৪০ লক্ষ টাকা। এখনও পর্যন্ত তিনিই সবচেয়ে দামি ক্রিকেটার মহিলাদের আইপিএলে। ভারতীয় মহিলা ক্রিকেটারদের মধ্যে হরমনপ্রীত কৌরকে (Harmanpreet Kaur) দলে নিয়েছে মুম্বই। ১ কোটি ৮০ লক্ষ টাকায় মুম্বই ইন্ডিয়ান্স দলে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ককে। 





ভারতীয় মহিলা ক্রিকেটারদের মধ্যে জেমিমা রজরিগেজকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। ২ কোটি ২০ লক্ষ টাকায় দিল্লি ফ্র্যাঞ্চাইজি দলে নিল তাঁকে। শেফালি ভার্মাকে দিল্লি ক্যাপিটালস দলে নিয়েছে। বিদেশি প্লেয়ারদের মধ্যে অ্য়াশলে গার্ডনারকে ৩ কোটি ২০ লক্ষ টাকায় দলে নিয়েছে গুজরাত জায়ান্টস। ১ কোটি ৭০ লক্ষ টাকায় এলিসা পেরিকে দলে নিয়েছে আরসিবি। সোফি একেলস্টোনকে ১ কোটি ৮০ লক্ষ টাকায় ইউ ওয়ারয়র্স দলে নিয়েছে। সোফি ডিভাইনকে ৫০ লক্ষ টাকায় দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।


শেফালি ভার্মাকে ২ কোটি টাকায় দলে নিয়ে দিল্লি ক্যাপিটালস। ১ কোটি ১০ লক্ষ টাকায় দিল্লি দলে নিল ম্যাগ লেনিংকে। দিল্লি ২ কোটি ২০ লক্ষ টাকায় জেমিমা রডরিগেজকেও দলে নিয়েছে। গুজরাত জায়ান্ট ২ কোটি টাকায় দলে নিল বেথ মুনিকে। তাহিলা ম্যাকগ্রাকে ইউপি ওয়ারিয়র্স দলে নিল ১ কোটি ৪০ লক্ষ টাকায়। ভারতের দীপ্তি শর্মাকে ২ কোটি ৬০ লক্ষ টাকায় দলে নিয়ে নিল ইউপি ওয়ারিয়র্স। ১ কোটি ৫০ লক্ষ টাকায় আরসিবি দলে নিয়েছে রেনুকা সিংহকে। ১ কোটি ৯০ লক্ষ টাকায় মুম্বই ইন্ডিয়ান্স দলে নিয়েছে পূজা ভাস্ত্রাকারকে।