নয়াদিল্লি: দিল্লিতে নীতীশ রানার (Nitish Rana) ক্রিকেট কেরিয়ারে উত্থাণের পেছনে নাকি গৌতম গম্ভীরের (Gautam Gambhir) বিশাল অবদান রয়েছে। প্রাক্তন ভারত অধিনায়কই নাকি নীতীশের প্রতিভার খোঁজ পেয়েছিলেন প্রথম।  গত মরশুমেও আইপিএলে একসঙ্গে একই ড্রেসিংরুমে সময় কাটিয়েছেন। এবার বর্ডার গাওস্কর ট্রফি হারের পর গৌতম গম্ভীরের খারাপ সময়ে তাঁর পাশে দাঁড়ালেন নীতীশ রানা। গম্ভীর এখন আর কেকেআরের মেন্টর নন। আর নীতীশকেও এবার দল ধরে রাখেনি। আগামী আইপিএল মরশুমে রাজস্থান রয়্যালসের জার্সিতে খেলতে নামবেন এই তরুণ বাঁহাতি ব্যাটার।


গম্ভীরের কোচিংয়ে ঘরের মাঠে কিউয়িদের বিরুদ্ধে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছে ভারতকে। এরপরই অস্ট্রেলিয়ার মাটিতেও বর্ডার গাওস্কর ট্রফিতে ভারত ১০ বছর পর হাতছাড়া করল। ১-৩ ব্যবধানে হারতে হয়েছে টেস্ট সিরিজ। প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারিও গম্ভীরের সমালোচনায় মুখর হয়েছেন। এবার নিজের সোশ্য়াল মিডিয়ায় গম্ভীরের সমর্থনে মুখ খুলে নীতীশ লিখেছেন, ''আমার মনে হয় সমালোচনা তথ্যভিত্তিক হওয়া উচিৎ। কোনও ব্যক্তিগত নিরাপত্তাহীনতার থেকে মন্তব্য করা উচিৎ নয়। আমার কেরিয়ারে আমার দেখা অন্যতম নিঃস্বার্থ ক্রিকেটার গৌতম গম্ভীর। পারফরম্য়ান্সের জন্য কোনও PR- প্রয়োজয় হয় না। ওঁনার কেরিয়ার। ওঁনার সাফল্য। ওঁনার পরিংসখ্যাণ ও ট্রফিগুলোই সব জবাব দিয়ে দেয়।''


 






এদিকে, খারাপ পারফরম্য়ান্সের পরও চাকরি বাঁচাতে পারেন গৌতম গম্ভীর। সংবাদসংস্থা আইএনএসকে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআইয়ের এক কর্তা নাম না প্রকাশ করে জানিয়েছেন, "ভারত অস্ট্রেলিয়ার মাটিতে খারাপ পারফরম্য়ান্স করেছে এটা সত্যি। কিন্তু একজন কোচকে এভাবে সরানো যায় না। একটা সিরিজে ব্যাটারদের খারাপ পারফরম্য়ান্সের জন্য় কোচ কী করবে? গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে আগামীতেও দায়িত্ব সামলাবেন। এমনকী বিরাট ও রোহিতকেও আমরা ইংল্যান্ড সিরিজ পর্যন্ত দলে রাখার ব্যাপারেই সিদ্ধান্ত নিয়েছি প্রায়। অবশ্যই ওঁদের পারফরম্য়ান্সের একটা রিভিউ হবে। কিন্তু তবুও এখনই কাউকে বাদ দেওয়ার প্রশ্ন আসছে না।''


আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির পরই পাকাপাকি অবসর নিচ্ছেন রোহিত?