মুম্বই: আন্তর্জাতিক ক্রিকেট থেকে কি দ্রুত অবসর নিতে চলেছেন রোহিত শর্মা? সিডনি টেস্টে ভারতীয় একাদশে ছিলেন না রোহিত। কিন্তু সেই ম্য়াচের সময়ই হিটম্য়ান জানিয়ে দিয়েছিলেন যে তিনি এখনই অবসর নিচ্ছেন না। ফর্মও খুঁজে বেড়াচ্ছেন হিটম্য়ান। বর্ডার গাওস্কর ট্রফিতে পাঁচটি ম্য়াচে ৩১ রান করেছিলেন রোহিত। এরপরই দেশজুড়ে রোহিতের অবসরের জন্য বারবার আওয়াজ উঠেছে। তবে বিসিসিআই পরিষ্কার করে দিয়েছে যে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রোহিতের নেতৃত্বেই ভারত খেলতে নামবে। এমনকী জুনে ইংল্যান্ডে মাটিতে টেস্ট সিরিজেও রোহিতকে ভেবেই দল সাজাতে চাইছে বোর্ড। তবে প্রাক্তন অজি উইকেট কিপার ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট মনে করেন যে চ্যাম্পিয়ন্স ট্রফির পরই অবসর নিতে পারেন রোহিত। 


সম্প্রতি এক সাক্ষাৎকারে গিলি বলেন, ''আমি রোহিতকে ইংল্য়ান্ডে দেখছি না। ও হয়ত ওর কেরিয়ারের যাবতীয় সিদ্ধান্ত দেশে ফিরে নিতে চেয়েছিল। বাড়ি ফিরেই দুমাসের শিশুর সঙ্গে ওর দেখা হবে আবার। তখন ওকে ন্যাপি বদলাতে হবে ছোট্ট শিশুটির। আমার মনে হয় না ইংল্য়ান্ড সিরিজ নিতে রোহিত নিজেও কিছু আর ভাবছে। আমার মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফি আন্তর্জাতিক ক্রিকেটে ওর শেষ টুর্নামেন্ট হবে। তারপরই হয়তো আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেবে।''


এদিকে, রোহিতের পরিবর্তে ভারতের পরবর্তী অধিনায়ক হিসেবে বিরাট কোহলিকে দেখলেও অবাক হবেন না গিলক্রিস্ট। তিনি বলছেন, ''আমি বুমরাকে অধিনায়ক হিসেবে অবশ্যই আরও দেখতে চাই। পারথে ও সিডনিতে যেভাবে নেতৃত্ব দিয়েছে সত্যিই প্রশংসনীয়। এমনকী সিডনিতে চোট না পেলে ম্য়াচও হয়ত ভারত জিতে যেত। তবে বুমরা ছাড়া যদি বিরাট কোহলিকে ফের টেস্ট ফর্ম্য়াটে ভারতের অধিনায়ক হিসেবে দেখতে পাই, তাহলেও আমি অবাক হব না।''


বর্ডার-গাওস্কর ট্রফিতে রোহিত শর্মা ছয় ইনিংসে ৩১ রান করেছিলেন। বিরাট কোহলির ব্যাট থেকে প্রথম টেস্টে শতরান এলেও তারপর থেকে একবারও পঞ্চাশ রানের গণ্ডি অবধি পার করতে পারেননি তিনি। তাঁর মোট সংগ্রহ ১৯০ রান। ২৩.৯৫ গড়ে রান এসেছে তাঁর ব্যাট থেকে। এই চূড়ান্ত হতাশাজনক পারফরম্যান্সের পরেই তারকা ত্রয়ীর ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা শোনা যাচ্ছিল। তবে IANS-র রিপোর্ট অনুযায়ী আপাতত তিনি জনের ভবিষ্যৎ নিশ্চিত।


খবর অনুযায়ী খারাপ পারফরম্যান্সের ময়নাতদন্তের জন্য ভারতীয় বোর্ডের তরফে শীঘ্রই একটি বৈঠক আয়োজিত হবে বটে, তবে তাতে কাউকেই বাতিল করা হচ্ছে না।