মুম্বই: আইপিএলে তিনি একটা ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক। কিন্তু জাতীয় দলের জার্সিতে এখনও নিজের জায়গা পাকা করতে পারেননি সঞ্জু স্যামসন। যে কোনও নির্দিষ্ট একটি ফর্ম্যাটেও ধারাবাহিকভাবে সুযোগ পান না সঞ্জু স্যামসন। কিন্তু দেশের বিভিন্ন মাঠে সঞ্জু স্যামসনের জনপ্রিয়তা চোখে পড়ার মত। শ্রীলঙ্কার বিরুদ্ধে জাতীয় দলের স্কোয়াডে থাকলেও চোটের জন্য ছিটকে যেতে হয়েছিল এই তরুণ উইকেট কিপার ব্য়াটারকে। কিন্তু সঞ্জু সশরীরে উপস্থিত না থেকেও ছিলেন মাঠে। কিন্তু কীভাবে?


ভারত বনাম শ্রীলঙ্কা তৃতীয় ওয়ান ডে ম্যাচ ছিল কেরলে। সঞ্জু স্যামসনের ঘরের মাঠ। দলে না থাকলেও ঘরের প্রিয় ছেলের জন্য চিৎকার করতে ভোলেননি কেরলের ক্রিকেটপ্রেমীরা। শ্রীলঙ্কার ব্যাটিংয়ের সময় বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন সূর্যকুমার যাদব। সেই সময় গ্যালারি থেকে একদল সমর্থক চিৎকার করে ওঠেন, ''হামারা সঞ্জু কিধার হ্যাঁ'', যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় "আমাদের সঞ্জু কোথায় আছে?'' সূর্যকুমার যাদব সেই সময় দর্শকদের উদ্দেশে যে উত্তর দেন, তা মন ছুঁয়ে যাবে আপনারও। তিনি বুকের বাঁদিকে হার্টের ইমোজি দিয়ে দেখান যে সঞ্জু যে সবার হৃদয়ে রয়েছেন। সূর্যকুমারের এই অভিব্যক্তি মন জয় করে নেয় গ্যালারির দর্শকদের। 


 






কাল বুধবার থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ডের (IND vs NZ ODI) তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। সেই সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা ভারতীয় (Team India) শিবিরে। পিঠের চোটের কারণে গোটা সিরিজ থেকেই ছিটকে গেলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে শ্রেয়সের চোট পর্যবেক্ষণ করা হবে বলে জানানো হয় বোর্ডের তরফে। তারকা ভারতীয় ব্যাটারের বদলে জাতীয় দলে ডাক পেলেন রজত পাতিদার। 


ছিটকে গেলেন শ্রেয়স


ভারতীয় বোর্ডের তরফে সদ্যই এক বিবৃতিতে বলা হয়, 'টিম ইন্ডিয়ার ব্যাটার শ্রেয়স আইয়ার নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। ওঁ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যাবে এবং সেখানেই ওঁর চোটের গভীরতা পর্যবেক্ষণ করা হবে। সর্বভারতীয় নির্বাচক কমিটি রজত পাতিদারকে শ্রেয়স আইয়ারের পরিবর্তে দলে সুযোগ দিয়েছে।' হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে খেলতে নামবে ভারতীয় দল। তিন ম্যাচের সিরিজের পরের দুই ম্যাচ রায়পুর ও ইন্দোরে আয়োজিত হবে।