মুম্বই: দৌড়ে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায় (Sourav Ganguly), হরভজন সিংহের (Harbhajan Singh) মত হাইপ্রোফাইল ক্রিকেট ব্যক্তিত্ব। কিন্তু বিসিসিআইয়ের নতুন সভাপতি হওয়ার দৌড়ে সবার আগে না কি এখন মিঠুন মানহাস (Mithun Manhas)। হ্যাঁ, নামটিও সবার কাছে সেই অর্থে পরিচিত নয়। দিল্লির জার্সিতে ঘরোয়া ক্রিকেটে নেতৃত্বভার সামলেছেন। জম্মু কাশ্মীর ক্রিকেটের দায়িত্বে রয়েছেন বর্তমান সময়ে। বিসিসিআই (BCCI) সূত্রে খবর, গত শনিবার অর্থাৎ ২০ সেপ্টেম্বরই না কি মোটামুটি মিঠুনের নাম পাকা হয়ে গিয়েছে। অফিশিয়াল বিবৃতি আগামী ২৮ সেপ্টেম্বর বোর্ডের এজিএম অর্থাৎ বার্ষিক সাধারণ সভায় ঘোষণা করা হবে। 

জম্মু কাশ্মীর ক্রিকেট অ্য়াসোসিয়েশনের প্রশাসক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন মানহাস গত কয়েক বছর ধরে। সেই অ্য়াসোসিয়েশন থেকেই প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। যদি মিঠুন মানহাসই শেষ পর্যন্ত বোর্ড সভাপতি হন, তবে প্রথম আনক্যাপড প্লেয়ার হিসেবে এই চেয়ারে বসার কৃতিত্ব অর্জন করবেন তিনি। দেশের জার্সিতে না খেললেও আইপিএলে তিনটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন মিঠুন। দিল্লি ডেয়ারডেভিলস (এখন দিল্লি ক্যাপিটালস), পুণে ওয়ারিয়র্স ও চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলতে দেখা গিয়েছে তাঁকে।

প্রথম শ্রেণির ক্রিকেটে রেকর্ড কিন্তু মানহাসের দারুণ। কিন্তু সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, ভিভি এস লক্ষ্মণ, সৌরভ গঙ্গোপাধ্যায়রা ছিলেন ভারতীয় দলে। তাই জাতীয় দলে সুযোগ হয়নি। যদিও অনূর্ধ্ব ১৯ ভারতীয় দল ও ভারতীয় এ দলের হয়ে খেলেছেন মিঠুন। 

১৫৭টি প্রথম শ্রেণির ম্য়াচে মিঠুন মানহাস মোট ৯৭১৪ রান করেছিলেন। ৪৫.৮২ গড়ে ব্যাটিং করেছেন তিনি। ২৭টি সেঞ্চুরি ও ৪৯টি অর্ধশতরান করেছেন। লিস্ট এ ক্রিকেটে ১৩০টি ম্য়াচে ৪১২৬ রান করেছেন ৪৫.৮৪ গড়ে। পাঁচটি সেঞ্চুরি ও ২৬টি অর্ধশতরান রয়েছে সেখানে। 

উল্লেখ্য, কিছুদিন আগেই সিএবি নির্বাচনের জন্য মনোনয়ন পেশ করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবি প্রেসিডেন্ট হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়সঙ্গে ভাইস প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা করলেন নীতিশরঞ্জন দত্ত (অনু)। সচিব হচ্ছেন বাবলু কোলে। যুগ্মসচিব মদনমোহন ঘোষ। কোষাধ্যক্ষ হচ্ছেন সঞ্জয় দাস। মনোনয়ন জমা দেওয়ার পর সৌরভ অবশ্য জানিয়ে দিয়েছিলেন, তিনি নির্বাচন হলেও তৈরিই ছিলেন। বললেন, 'আমি দেড় বছর ধরে জেলায় জেলায় গিয়েছিপ্রতিটা লোকের সঙ্গে দেখা করেছি। চার ঘণ্টা গাড়ি চালিয়ে বাঁকুড়া, মালদা গিয়েছিপুরুলিয়া গিয়েছি। নির্বাচনের প্রস্তুতি নিয়েছিলামহয়নি।'