মুম্বই: আইপিএলের (IPL) পরই ভারত-ইংল্যান্ড (IND vs ENG) টেস্ট সিরিজ। চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) আগে লাল বলের ফর্ম্যাটে ধারাবাহিকভাবে ব্যর্থ হতে হচ্ছিল দলকে। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ হার। তবে আইপিএলের পর ফের শক্তিশালী প্রতিপক্ষ। পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলবে ভারত ইংল্যান্ডের মাটিতে। আর সেই সিরিজের অবশ্যই ভারতের পেস বোলিং আক্রমণে বুমরা, শামি, সিরাজের দিকে তাকিয়ে থাকবে গোটা দেশ। প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ও বিরাটদের প্রাক্তন হেডস্যার রবি শাস্ত্রী (Ravi Shastri) মনে করেন এই পেস ত্রয়ীই মুখ্য ভূমিকা নিতে চলেছেন আগামী সিরিজে।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সিরাজ ছিলেন না। আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের শেষ ম্য়াচে চোট পেয়েছিলেন বুমরা। চলতি আইপিএলে বুমরা প্রথম দিকে চোটের জন্য ছিলেন না। সিরাজ অবশ্য গুজরাত টাইটান্সের জার্সিতে এখনও পর্যন্ত ১২ উইকেট ঝুলিতে পুরে নিয়েছেন। শাস্ত্রী বলছেন, ''আমি নিশ্চিত আসন্ন ইংল্যান্ড সিরিজে যদি শামি, বুমরা, সিরাজরা সম্পূর্ণ ফিট হয়ে খেলতে নামে, তাহলে অবশ্যই চাপ বাড়বে রুটদের। ওঁরাও কিন্তু সমস্যায় পড়বে ভারতের পেস অ্য়াটাককে খেলতে গিয়ে। ভারতের এই পেস আক্রমণ বিশ্বমানের।''
এরপরই প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার আরও বলেন, ''সিরাজকে নিয়ে আমি বেশি করে আশাবাদী। আইপিএলে ভাল বল করছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল থেকে বাদ পড়ে ও হতাশ হয়ে গিয়েছিল। তাই বাড়তি জেদ থাকবে ইংল্যান্ড সফরে আরও ভাল বল করার।''
জসপ্রীত বুমরা আইপিএলে ধীরে ধীরে ফর্মে ফিরছেন। রবিবার লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে একাই ৪ উইকেট নিয়েছেন। শাস্ত্রী বলথছেন, ''বুমরাকে নিয়ে আমি বেশি সতর্ক থাকব। আমি যদি ম্য়ানেজমেন্টে থাকতাম, তাহলে দুটো টেস্টে ওকে খেলানোর পর বিশ্রাম দিতাম। সেটাই করা উচিৎ। ওকে গোটা সিরিজে ফিট থাকতেই হবে দলের স্বার্থে।''
উল্লেখ্য, টি-টোয়ন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেও আদৌ রোহিতকে টেস্ট ফর্ম্য়াটে আর অধিনায়ক রাখা হব কি না, তা নিয়ে বারবার প্রশ্ন উঠছিল। তবে অজিত আগরকরের নেতৃত্বাধীন বিসিসিসিআইয়ের নির্বাচকমণ্ডলী আগামী ইংল্যান্ড সিরিজেও রোহিতের ওপরই ভরসা রাখছে। আগামী ২০ জুন থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ। সেই সিরিজেই রোহিতই ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন।
আরও পড়ুন: টস জিতে দিল্লির বিরুদ্ধে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার