মুম্বই: আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। সূর্যকুমার যাদবের নেতৃত্বেই হয়ত দেশের মাটিতে কুড়ির ফর্ম্য়াটের বিশ্বকাপে খেলতে নামবে ভারত। টুর্নামেন্টে ওপেনিং স্লটে নিশ্চিতভাবেই দেখা যাবে অভিষেক শর্মাকে। এই ফর্ম্য়াটে দেশের জার্সিতে অভিষেকের পর থেকেই নিজের জায়গা পাকা করে নিয়েছেন। এই মুহূর্তে আইসিসি টি-টোয়েন্টি ক্রমতালিকায় ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন বাঁহাতি ওপেনার। প্রাক্তন ভারতীয় ওপেনার সাদাগোপন রমেশ মনে করেন অভিষেক আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে এক্স ফ্যাক্টর হতে পারেন ভারতীয় ক্রিকেট দলের।

Continues below advertisement

চলতি বছর এশিয়া কাপ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন অভিষেক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টােয়েন্টি সিরিজে সবচেয়ে বেশি রানের মালিক এই মুহূর্তে অভিষেক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ২-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। প্রথম ও পঞ্চম টি-টোয়েন্টি ম্য়াচটি বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। গোটা সিরিজে অভিষেক ব্যাট হাতে দুর্দান্ত ব্যাটিং করেছেন। 

২০২৪ সালে গত বছরই টি-টোয়েন্টি ফর্ম্য়াটে দেশের জার্সিতে অভিষেক করেছেন অভিষেক শর্মা। জিম্বাবোয়ের বিরুদ্ধে কুড়ির ফর্ম্য়াটে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল বাঁহাতি ওপেনারের। এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি-টােয়েন্টিতে ২৯ ম্য়াচ খেলতে নেমে ১০১২ রান করেছেন। ঝুলিতে পুরেছেন দুটো শতরান ও ছয়টি অর্ধশতরান। ব্যক্তিগত সর্বোচ্চ ১৩৫। 

Continues below advertisement

রমেশ নিজের ইউটিউব চ্যানেলে কথা বলতে গিয়েছে বলছেন, ''আমার মতে আগামী বছর ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের এক্স ফ্য়াক্টর হতে চলেছে অভিষেক শর্মা।''

পঞ্চম টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেস্তে গিয়েছে

এদিন ফের একবার টস হেরে প্রথম ব্য়াটিং করতে নামে ভারতীয় দল। অজ়ি দল একাধিক ক্যাচ ফেলায় জীবনদান পান অভিষেক শর্মা। সেই সুযোগ কাজেও লাগান তিনি। বন্ধু তথা ওপেনিং পার্টনার শুভমন গিলের সঙ্গে মিলে ৫০ রানের পার্টনারশিপ গড়ে ফেলেন তিনি। অভিষেক ২৩ ও শুভমন গিল ২৯ রানে ব্যাট করছিলেন। ভারতের স্কোর ছিল ৫.৫ ওভারে ৫২ রান। এমন সময়ই বন্ধ করতে হয় খেলা। স্থানীয় সময় তখন সন্ধ্যা ৬টা বেজে ৩৬ মিনিট। ভারতীয় সময় দুপুর ২টে বেজে ৬ মিনিট।

দ্রুত ঢেকে ফেলা হল উইকেট। মাঠের জায়ান্ট স্ক্রিনে ফুটে উঠল, দুর্যোগ আসছে, তাই ম্যাচ বন্ধ রাখা হয়েছে। দর্শকদের স্টেডিয়ামের লোয়ার স্ট্যান্ড থেকে সরানোর কাজ শুরু হয়ে যায়ক্রিকেটারদের দ্রুত মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ফিরতে বলা হয়। তারপরই আনুষ্ঠানিকভাবে জানানো হয়, বজ্রপাতের জন্য খেলা বন্ধ রাখা হয়েছে। এরপর আর খেলা শুরু হয়নি