মুম্বই: আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ। ইতিমধ্যেই ভারতীয় স্কোয়াড ঘোষণা করা হয়ে গিয়েছে। সূর্যকুমার যাদবের নেতৃত্বে খেলতে নামছে টিম ইন্ডিয়া। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে হবে এবারের এশিয়া কাপ। ভারতের প্রথম ম্য়াচ আগামী ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
ভারতের দল ঘোষণা হওয়ার পর থেকেই একজনকে নিয়েই মূলত আলোচনা হচ্ছে বারবার। তিনি হলেন শ্রেয়স আইয়ার। গত আইপিএলে ৬০০-র বেশি রান করেও কেন তাঁকে এশিয়া কাপের দলে রাখা হল না, তা নিয়েই প্রশ্ন তুলছেন সবাই। এরই মধ্যে আসন্ন টুর্নামেন্টে কেমন হতে পারে ভারতের শক্তিশালী একাদশ, তা বেছে নিলেন সুনীল গাওস্কর।
কিংবদন্তি প্রাক্তন ভারতীয় ওপেনার একাদশে যাঁদের নিয়েছেন তা একবার দেখে নেওয়া যাক। ওপেনিং স্লটে অভিষেক শর্মা ও শুভমন গিলকে রেখেছেন গাওস্কর। তিনে তিলক বর্মা ও চারে সূর্যকুমার যাদব। উইকেট কিপার ব্যাটার হিসেবে খেলবেন সঞ্জু স্যামসন। অলরাউন্ডার হিসেবে দেখা যাবে হার্দিক পাণ্ড্য ও অক্ষর পটেলকে। বোলিং ডিপার্টমেন্টে দেখা যাবে কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী দুই স্পিনারকে। দু পেসার হিসেবে দেখা যাবে অর্শদীপ সিংহ ও জসপ্রীত বুমরাকে।
রিঙ্কু সিংহ ও শিবম দুবে দুই বাঁহাতি তারকা ব্যাটারকে কিন্তু গাওস্কর তাঁর একাদশে সুযোগ দেননি। তবে স্যামসন ও গিল দুজনকেই রেখেছেন তিনি একাদশে। গাওস্কর বলছেন, ''স্যামসন লোয়ার অর্ডারে ভারসাম্য বাড়াতে পারে। ও ৫, ৬ যে কোনও পজিশনে ব্যাটিং করতে পারবে। ওকে বাদ রাখা যাবে না। সঞ্জু প্রতিভাবান প্লেয়ার। ওকে নিয়ে চিন্তার কিছুই নেই।''
ভারতের সবচেয়ে হাইভোল্টেজ ম্য়াচ রয়েছে এশিয়া কাপে আগামী ১৪ সেপ্টেম্বর। সেদিন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই ম্য়াচ খেলবে ২ দল। ভারতের গ্রুপ পর্বের শেষ ম্য়াচ হবে আগামী ১৯ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে। শেষবার এশিয়া কাপেও জিতেছিল ভারতই। শ্রীলঙ্কাকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রোহিতের টিম ইন্ডিয়া।
এশিয়া কাপের ভারতীয় স্কোয়াড:
সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক বর্মা, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, অক্ষর পটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অর্শদীপ সিংহ, যশপ্রীত বুমরা, হর্ষিত রানা এবং রিঙ্কু সিংহ।