করাচি: কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার পর থেকে পাকিস্তানের সঙ্গে আরও দূরত্ব বেড়েছে ভারতের। ঠিক যেমন আরও তিক্ত হয়েছে শাহিদ আফ্রিদির সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের সম্পর্ক। প্রাক্তন পাক অলরাউন্ডার প্রচুর বিতর্কিত মন্তব্য করেছিলেন এই ঘটনার পরে। তবে এবার উলোটপুরান। শাহিদ আফ্রিদির মুখে দরাজ সার্টিফিকেট পেলেন রোহিত শর্মা। কিছুদিন আগেই ওয়ান ডে ফর্ম্য়াটে আফ্রিদির ছক্কা হাঁকানোর বিশ্বরেকর্ড ভেঙে নিজের দখলে করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। 

Continues below advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে আফ্রিদি জানিয়েছেন, ''রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য। আমি খুব খুশি যে যেই প্লেয়ারকে আমি ভীষণ পছন্দ করতাম প্রথম থেকেই, সেই আমার রেকর্ড ভেঙেছে। ডেকান চার্জার্সে যখন রোহিত খেলত, তখন আমি প্রথম ওকে দেখেছিলাম। ওর ব্যাটিং, ওর নিয়ন্ত্রণ, ক্লাস, টেম্পারমেন্ট সবকিছুই আমাকে মুগ্ধ করেছিল। আমি নিশ্চিত ছিলাম যে একদিন রোহিত দেশের হয়ে খেলবে ও বিশ্বের অন্য়তম সেরা ব্য়াটার হয়ে উঠবে।''

এই মুহূর্তে ওয়ান ডে ফর্ম্য়াটে বিশ্বের এক নম্বর ব্যাটার রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজে খেলতে দেখা গিয়েছে হিটম্য়ানকে। ওয়ান ডে ফর্ম্যাটে ৩৬৯ ইনিংসে ৩৫১ ছক্কা হাঁকিয়েছিলেন আফ্রিদি। অন্য়দিকে রোহিত এখনও পর্যন্ত ২৬৯ ইনিংসে ৩৫৫ ছক্কা হাঁকিয়ে ফেলেছেন। ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত খেলার ইচ্ছে রয়েছে রোহিতের। সেই হিসেবে সংখ্যাটা যে আরও অনেক হবে, তা বলাই বাহুল্য।

Continues below advertisement

উল্লেখ্য, ওয়ান ডে-তে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ের প্রথম দশের মধ্যে চারজন ভারতীয় ক্রিকেটার রয়েছেন। রোহিত শর্মা এবং বিরাট কোহলি যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চোটের জন্য ওয়ান ডে সিরিজে খেলতে পারেননি শুভমন গিল। তবে পঞ্চম স্থানটি ধরে রেখেছেন তিনি। তবে তাঁর এবং বাবর আজমের রেটিং পয়েন্টের মধ্যে মাত্র এক নম্বরের পার্থক্য রয়েছে। প্রথম দশে চতুর্থ ভারতীয় শ্রেয়স আইয়ার। যিনি এক স্থান পিছিয়ে ১০ নম্বরে নেমে গিয়েছেন। কে এল রাহুল দুই ধাপ ওপরে উঠে এসেছেন। যার ফলে তিনি ওয়ান ডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১২তম স্থানটি দখল করেছেন।

বিরাট দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের ৩টি ম্যাচে দুটি সেঞ্চুরি এবং একটি অর্ধশতরান সহ মোট ৩০২ রান করেছেন। এই পারফর্ম্যান্সের জন্য তিনি প্লেয়ার অফ দ্য সিরিজ পুরস্কারও পেয়েছেন। এই পারফর্ম্যান্সের সুবাদে তিনি চতুর্থ স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। তাঁর রেটিং পয়েন্ট ৭৭৩। প্রথম স্থানে থাকা রোহিত শর্মার রেটিং পয়েন্ট ৭৮১। রোহিত শর্মা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ১৪৬ রান করেছেন, যার ফলে তিনি তাঁর প্রথম স্থানটি ধরে রেখেছেন।