করাচি: দেশ চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025) থেকে ছিটকে গিয়েছে। আয়োজক দেশ হিসেবে টুর্নামেন্টে অংশ নিলেও টানা দুটো ম্য়াচেই হার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান ক্রিকেট দলের হতাশাজনক পারফরম্য়ান্সের পর এবার বিতর্কিত মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন কোচ মহসিন খান। বিরাট কোহলির থেকে নাকি অনেক উন্নতমানের প্লেয়ার বাবর আজম। এমনটাই মনে করেন মহসিন। এমনকী পাক ব্যাটারের সামনে প্রাক্তন ভারত অধিনায়কের পারফরম্য়ান্স নাকি 'জিরো', এমনটাই বলছেন তিনি।
পাকিস্তানের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অর্ধশতরান হাঁকালেও ভারতের বিরুদ্ধে রান পাননি বাবর। দুটো ইনিংস মিলিয়ে ৮৭ রান করেছেন তিনি। দলকে সেমির তরী পার করিয়ে দিতে পারেননি। অন্য়দিকে বিরাট পাকিস্তানের বিরুদ্ধে শতরানের ইনিংস খেলেছিলেন। পাকিস্তানের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মহসিন বলেছেন, ''বিরাট কোহলি বাবর আজমের সঙ্গে তুলনাতেই আসেন না। কারণ বাবর আজমের সামনে বিরাটের পারফরম্য়ান্স শূন্য। কিন্তু এটা মূল সমস্যা নয়। আসল সমস্য়া হল পাকিস্তান ক্রিকেট। পাকিস্তান ক্রিকেট রীতিমত শেষ হয়ে গিয়েছে। কোনও পরিকল্পনা নেই দলটার। কোনও স্ট্র্যাটেজি নেই। একটা পুরোপুরি ছন্নছাড়া দল।'' উল্লেখ্য, বিরাট কোহলি এখনও পর্যন্ত চলতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৩৩ রান করেছেন। এছাড়াও বাবরের থেকে ব্যাটিং ডিপার্টমেন্ট সব বিভাগেই কয়েক মাইল এগিয়ে প্রাক্তন ভারত অধিনায়ক। এরপরও মহসিন খানের এই মন্তব্য বিতর্ক তৈরি করেছে।
আরেক প্রাক্তন পাক কোচ ইন্তিখাব আলম বাবর আজমকে ওপেনে নামানো নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলছেন, ''আমরা কেন বাবরকে ওপেনিংয়ে নামাবো। এটা ওর পজিশন একেবারেই নয়। বাবর দলের সেরা ব্যাটার। আর সেরা ব্যাটারকে তো তিন নম্বর পজিশনেই খেলতে হয়। এই পজিশনটাই ব্যাটিং লাইন আপের মেরুদণ্ড। এই পজিশনে নেমে স্কোরবোর্ডটা চালিয়ে যেতে হয় ও সেঞ্চুরি হাঁকানোর বিষয় ভাবতে হয়। এটাই তো কোচের ওঁকে বলা উচিৎ ছিল।'' তিনি আরও বলেন, ''তিন নম্বর পজিশনে নামার পর যদি ও সেঞ্চুরি হাঁকাতো আর অন্য় কেউ অর্ধশতরান পূরণ করে নিত। সেক্ষেত্রে দলের স্কোরও তিনশোর গণ্ডি পেরিয়ে যেত। আমার মনে হয় বাবরের নিজেরও বলা উচিৎ ছিল যে তিন নম্বর পজিশনেই ব্যাট করব। ওঁকে কে আর কেন ওপেনিংয়ে নামানোর বিষয়ে জানালো ও বোঝালো সেটাই বুঝতে পারছি না। বিরাট ভুল সিদ্ধান্ত।''