ব্রিসবেন: প্যাট কামিন্সের বলে রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) যখন আউট হলেন, ভারতের স্কোর ২১৩/৯। ক্রিজে যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) সঙ্গে যোগ দিলেন আকাশ দীপ (Akash Deep)। ফলো অনের লজ্জা বাঁচাতে তখনও ২৭ রান দরকার ভারতের। আর ব্রিসবেনে ফলো অন এড়ানো মানে শুধু লজ্জামুক্তিই নয়, ম্যাচ বাঁচানোর লাইফলাইনও।


টিভি ক্যামেরা একবার ভারতীয় ড্রেসিংরুমের দৃশ্যটা ধরল। উৎকণ্ঠা নিয়ে বসে রয়েছেন কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলিরা।


মিচেল স্টার্কের পরের ওভার কোনও মতে কাটিয়ে দিলেন দুই টেলএন্ডার। পরের ওভারে কামিন্সকে ছক্কা মেরে শুরু বুমরার। তারপর স্টার্ককে বাউন্ডারি মারলেন আকাশ। ভারতীয় ড্রেসিংরুমও তখন উজ্জীবিত। ব্যাট হাতে ফলো অন কি বাঁচাতে পারবেন দুই বোলার? 


শেষ পর্যন্ত দাঁতে দাঁত চেপে লড়াই করে সেই কাজটিই করে ফেললেন ভারতের দুই ফাস্টবোলার। অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্সকে বাউন্ডারি মারলেন বাংলার আকাশ দীপ। বল সীমানার দড়ি অতিক্রম করতেই বুক ঠুকে সেলিব্রেট করলেন আকাশ। তাঁকে জড়িয়ে ধরলেন বুমরা।


ক্যামেরা সঙ্গে সঙ্গে ধরল ভারতের ড্রেসিংরুমের ছবি। গুরু গম্ভীরকে দেখা গেল কোলে রাখা তোয়ালে ছুড়ে ফেলে হুঙ্কার দিচ্ছেন। কোহলিকেও দেখা গেল উত্তেজিতভাবে কোচের সঙ্গে হাত মেলাচ্ছেন। কে বলবে যে, দুই তারকার মুখ দেখাদেখি বন্ধ ছিল কিছুদিন আগে পর্যন্ত!


আকাশ-বুমরার পার্টনারশিপে শুধু ফলো অনই বাঁচাল না ভারত, সিরিজও বাঁচিয়ে রাখল। পারথে প্রথম টেস্ট জিতে উৎসবের যে ফানুস তৈরি হয়েছিল, অ্যাডিলেডের জঘন্য হারে তা ফুটো করে দেয় দুরন্ত অস্ট্রেলিয়া। ব্রিসবেনেও হারের ভ্রুকুটি ছিল। ব্রিসবেনে বৃষ্টির জন্য বারবার খেলা বন্ধ হয়েছে। আর ভারতীয় ক্রিকেটপ্রেমীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। শেষ পর্যন্ত মন্দ আলোর জন্য যখন খেলা বন্ধ হল, ভারতের প্রথম ইনিংসের স্কোর ২৫২/৯। আকাশ ২৭ রানে ও বুমরা ১০ রানে ক্রিজে। অবিচ্ছেদ্য দশম উইকেটে দুজনে ৩৯ রান যোগ করে ভারতীয় শিবিরে নতুন আশার সঞ্চার করেছেন। যদি এখান থেকে ম্যাচ বাঁচানো যায়। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে সেক্ষেত্রে নতুন করে ঝাঁপানোর অঙ্গীকার করা যাবে।


 




স্বস্তিতে ভারতীয় ক্রিকেট ভক্তরাও। যদিও কোহলি-রোহিতদের সেলিব্রেশন করতে দেখে অনেকেরই কটাক্ষ, বোলারদের মতো ব্যাট হাতে সংকল্প যদি দেখাতেন ব্যাটাররাও...!


আরও পড়ুন: আচমকা অবসর ঘোষণা কেকেআরে খেলা ক্রিকেটারের, মাত্র ৩১ বছর বয়সে!







আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।