Ankit Rajpoot Retires: আচমকা অবসর ঘোষণা কেকেআরে খেলা ক্রিকেটারের, মাত্র ৩১ বছর বয়সে!
আচমকা অবসর ঘোষণা করলেন উত্তর প্রদেশের পেসার অঙ্কিত রাজপুত। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ বিবৃতি দিয়ে অবসর ঘোষণা করেছেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅঙ্কিত আইপিএলে খেলেছেন কলকাতা নাইট রাইডার্সে। পাশাপাশি চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্টসের মতো দলেও খেলেছেন।
মাত্র ৩১ বছর বয়সে অঙ্কিতের অবসরের সিদ্ধান্ত জেনে স্তম্ভিত সকলে। আলোচনা শুরু হয়ে গিয়েছে অঙ্কিতের সিদ্ধান্তের নেপথ্যের কারণ নিয়ে।
তবে অঙ্কিত জানিয়েছেন, শুধু ভারতীয় ক্রিকেট থেকে অবসর নিলেন তিনি। অন্যত্র তাঁকে ক্রিকেট খেলতে দেখা যাবে বলেও সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তিনি।
অঙ্কিতের পোস্টেই ইঙ্গিত যে, তিনি ভিনদেশে ক্রিকেট খেলবেন। বলাবলি হচ্ছে, অন্য দেশে টি-২০ টুর্নামেন্ট খেলার বা অন্য কোনও দেশের প্রতিনিধিত্ব করার প্রস্তাব পেয়েই হয়তো ভারতীয় ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত অঙ্কিতের।
চলতি মরশুমেই উত্তর প্রদেশের হয়ে রঞ্জি ট্রফিতে খেলেছেন অঙ্কিত। তবে দুই ম্যাচ খেলে কোনও উইকেট পাননি তিনি।
সব মিলিয়ে ৮০টি প্রথম শ্রেণির ম্যাচে ২৪৮ উইকেট নিয়েছেন তিনি। পাশাপাশি লিস্ট এ (ঘরোয়া ওয়ান ডে) ম্যাচে ৭১ ও টি-২০ ম্যাচে ১০৫টি উইকেট রয়েছে।
কেকেআরে ২০১৬ ও ২০১৭ সালে খেলেছিলেন অঙ্কিত। নেন ৭টি উইকেট। শাহরুখ খানের দলের হয়ে মোট ৯টি ম্যাচ খেলেন।।
২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত কেরিয়ার তাঁর জীবনের সোনালি অধ্যায় বলে জানিয়েছেন অঙ্কিত। ধন্যবাদ দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড, উত্তর প্রদেশ ক্রিকেট বোর্ড, আইপিএলে যে সমস্ত দলের হয়ে খেলেছেন, সকলকে।
আইপিএল নিলামে দল পাননি। এরপর অঙ্কিত কোন দেশে বা কোন টুর্নামেন্টে যোগ দেন, দেখার অপেক্ষায় অধীর হয়ে রয়েছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। ছবি - অঙ্কিত রাজপুতের ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -