নয়াদিল্লি: তাঁর নেতৃত্বেই কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দুইটি খেতাব জিতেছিল, এবার তিনিই হয়তো ফিরতে চলেছেন কেকেআরে (KKR)। তিনি গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কেকেআরের হয়ে যুগ্ম আইপিএলজয়ী অধিনায়ক। একাধিক রিপোর্ট অনুযায়ী তিনি নাইটদের কোচিং স্টাফে যোগ দিতে পারেন। শোনা যাচ্ছে নাইট রাইডার্স কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যেই গৌতম গম্ভীরের সঙ্গে এই বিষয়ে কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। 


কেকেআরের হয়ে যুগ্ম খেতাবজয়ী অধিনায়ক গম্ভীর বিগত দুই মরশুম ধরে লখনউ সুপার জায়ান্টসের হয়ে মেন্টরের দায়িত্ব পালন করছেন। তবে পরের মরশুমের জন্য লখনউয়ের কোচিং স্টাফে বদল ঘটতে পারে বলেই শোনা যাচ্ছে। গৌতম গম্ভীর নাকি লখনউয়ের মেন্টরের দায়িত্ব ছেড়ে কেকেআরের মেন্টরের ভূমিকায় দায়িত্ব নিতে পারেন। তবে কোনও মহলেই গম্ভীরের কেকেআরে যোগ দেওয়ার বিষয়ে নিশ্চিত করে কিছুই বলা হয়নি। তবে জল্পনা শুরু হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় কেকেআর সমর্থকরা নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করতে পিছপা হননি।


 



 



 






শোনা যাচ্ছে আসন্ন মরশুমে অ্যান্ডি ফ্লাওয়ারের বদলে লখনউয়ের কোচের দায়িত্ব নিতে পারেন প্রাক্তন অস্ট্রেলিয়ান কোচ জাস্টিন ল্যাঙ্গার। প্রাক্তন জিম্বাবোয়ে তারকা ফ্লাওয়ারের সঙ্গে ২০২৩ আইপিএলের পরই চুক্তি শেষ হয়েছে লখনউ ফ্র্যাঞ্চাইজির। অস্ট্রেলিয়ার কোচ হিসেবে ল্যাঙ্গার ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। অ্যাশেজে ৪-০ ব্যবধানে অস্ট্রেলিয়া জয় পেয়েছিল ল্যাঙ্গারের কোচিংয়েই। বিগ ব্যাশ লিগেও পার্থ স্কর্চার্সের কোচ হিসেবে তিনবার ট্রফি জিতেছেন।


অন্যদিকে অ্যান্ডি ফ্লাওয়ারের কোচিংয়ে লখনউ দল ভালই পারফর্ম করেছে শেষ দুই মরশুমে। নক আউট পর্বে পৌঁছেছে দুই বারই। লখনউয়ের অন্যান্য কোচিং স্টাফের মধ্যে মর্নি মর্কেল বোলিং কোচ হিসেবে দায়িত্বে রয়েছেন। আগামী মরসুমেও হয়ত তাঁকেই এই দায়িত্বে দেখা যাবে। ফিল্ডিং কোচ হিসেবে জন্টি রোডস ও সহকারী কোচ হিসেবে দেখা যাবে বিজয় দাহিয়াকেই। গৌতম গম্ভীরকে মেন্টর হিসেবেই দেখা যাবে। 


আরও পড়ুন: বর্ষার আর্দ্রতায় নষ্ট হচ্ছে বাড়ির কাঠের আসবাব? জেনে নিন কীভাবে নেবেন যত্ন