হায়দরাবাদ: লাল বলের ক্রিকেটে হোয়াইটওয়াশ আগেই সম্পূর্ণ হয়েছিল। শনিবার নিজামের শহরে সাদা বলের সিরিজ়েও বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল ভারত। প্রথমে ব্যাট করে ২৯৭ রানের বিরাট রান তোলে ভারত। জবাবে ১৬৪ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। ১৩৩ রানের বিরাট ব্যবধানে তৃতীয় টি-টোয়েন্টি (IND vs BAN 3rd T20I) জিতে হোয়াইটওয়াশ সম্পূর্ণ করেছে টিমই ইন্ডিয়া।
দলের এহেন পারফরম্যান্স স্বাভাবিকভাবেই টিম ইন্ডিয়ার সমর্থকদের জন্য বিরাট খুশির খবর। স্বাভাবিকভাবেই দলের অধিনায়ক সূর্যকুমার যাদবও খুশি। আর কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)? তিনি কোনওদিনই বাড়তি উচ্ছ্বাস প্রকাশ করেন না। দলের দুরন্ত জয়ের পর নিজের সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দলের কোচ লেখেন, 'আ ট্যুর দে ফোর্স।'
আর অধিনায়ক সূর্য তো উচ্ছ্বসিত। তিনি বলেন, 'আমার মনে হয় দল হিসেবে আমরা দুর্দান্ত পারফর্ম করতে পেরেছি। আমি সিরিজ শুরুর আগেই বলেছিলাম যে আমি একটা ব্য়ক্তিস্বার্থহীন দল চাই। যেখানে সবসময় নিজের স্বার্থের আগে দলের কথা ভাবা হবে। আমরা সবসময় একে অপরের সাফল্য উপভোগ করেছি। মাঠের ভেতর হোক বা মাঠের বাইরে সবাই সবার পাশে থাকার চেষ্টা করেছি।'
ম্য়াচে ৪৭ বলে ১১১ রানের ইনিংস খেলেছিলেন সঞ্জু স্যামসন। সূর্যকুমারও ৩৫ বলে ৭৫ রানের ইনিংস খেলেন। হার্দিক পাণ্ড্য ১৮ বলে ৪৭ রানের ইনিংস খেলেন। মূলত তাঁদের ইনিংসের সুবাদেই ২৯৭ রানের বিশাল স্কোর বোর্ডে তুলে নিয়েছিল ভারত। যা তাড়া করতে নেমে বাংলাদেশ ১৬৪ রানের বেশি আর এগোতে পারেনি বাংলাদেশ শিবির।
সূর্য বলেন, 'শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের সময় থেকেই গম্ভীর ভাই একটা কথা আমাদের বলে এসেছিলেন যে নিজের পারফরম্য়ান্স নিয়ে বেশি ভাবতে না। দলের জন্য যা ভাল সেদিকই লক্ষ্য রাখতে। যদি কেউ ৪৯ রান বা ৯৯ রানে ব্যাটিং করেন, তখন যদি মনে হয় একটা ছক্কা হাঁকালে দলের স্বার্থে ভাল, তাহলে সেটাই করা উচিৎ। ঠিক যেমন স্যামসন এদিন বাউন্ডারি হাঁকিয়েছিল।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: কেবল ধোনির জন্যই বদলেছে আইপিএলের নিয়ম! বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থ মহম্মদ কাইফের