সিডনি: ভারতীয় ক্রিকেট শিবিরে অন্তর্দ্বন্দ্ব কি আরও মাথাচাড়া দিয়ে উঠছে? এমনিতেই মেলবার্ন টেস্টে হারের পর ড্রেসিংরুমে প্লেয়ারদের পারফরম্য়ান্স নিয়ে ক্ষোভে ফেটে পড়েছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ভারতীয় দলের হেডকোচ নাকি মেজাজ হারিয়েছিলেন নির্দিষ্ট কিছু প্লেয়ারের পারফরম্য়ান্সের জন্য়। এবার সূত্রের খবর, বিসিসিআইয়ের নির্বাচক মণ্ডলীও নাকি গম্ভীরের নিশানায় রয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত খবর অনুযায়ী গম্ভীর নাকি চেতেশ্বর পূজারাকে দলে চেয়েছিলেন অস্ট্রেলিয়া সিরিজের জন্য। কিন্তু তবুও বোর্ড সবুজ সংকেত দেয়নি। তাই পূজারাকে ছাড়াই দল অ্ট্রেলিয়া পা়়ি দিয়েছিল। যদিও এমন তথ্য পুরো ভুয়ো বলে জানানো হয়েছে বিসিসিআইয়ের তরফে।


সূত্রের খবর, গম্ভীর নাকি ক্রিকেটারদের জানিয়ে দিয়েছেন যে, গত বছরের জুলাই মাসে দায়িত্ব নেওয়ার পর প্রথম ৬ মাস তিনি ক্রিকেটারদের সব রকম স্বাধীনতা দিয়েছিলেন, কিন্তু এবার তিনি আরও শক্ত হাতে হাল ধরবেন। তিনি নাকি এ-ও বলে দিয়েছেন যে, দলের কৌশল মেনে না খেললে সকলকেই দলের বাইরে যাওয়ার দরজা দেখিয়ে দেওয়া হবে। এরপর থেকে তিনি যে আরও কঠোরভাবে দল সামলাবেন, ড্রেসিংরুমে তা স্পষ্ট করে দিয়েছেন গম্ভীর।


কিছুদিন আগেই চেতেশ্বর পূজারার সম্পর্কে বলতে গিয়ে অজি পেসার জস হ্যাজেলউড জানিয়েছিলেন, ''আমি খুব খুশি যে এবারের অস্ট্রেলিয়া সফরে চেতেশ্বর পূজারা দলে নেই। ওঁ এমন একজন ব্যাটার যিনি ক্রিজে সময় কাটাতে পছন্দ করেন। নিজের উইকেটের মূল্য দিতে জানে ওঁ। অস্ট্রেলিয়ার মাটিতে পূজারার রেকর্ডও বেশ ঈর্ষণীয়। ভারতীয় দলে পূজারা নেই দেখে অস্ট্রেলিয়া শিবির স্বস্তি পেয়েছে। এবারের ভারতীয় দলে অনেক অনভিজ্ঞ প্লেয়ার রয়েছেন। কিন্তু তাঁরা চাপে থাকবে সিরিজে।''


হ্যাজেলউড যে কিছু ভুল বলেনন তার প্রমাণ চলতি সিরিজে চার ম্য়াচ পরে ভারতের ১-২ ব্যবধানে পিছিয়ে থাকা। সিরিজে এখনও পর্যন্ত তরুণ প্লেয়ারদের মধ্যে নীতিশ রেড্ডি বাদে প্রত্যেকেই কোনও না কোনও ভুল করেছেন। জয়সওয়াল ব্যাট হাতে সফল হলেও মেলবোর্নে তিনটি ক্যাচ ফেলেছেন গুরুত্বপূর্ণ সময়ে। পন্থ জঘন্য় শট খেলে উইকেট ছুড়ে দিয়েছেন। মেলবোর্নে অস্ট্রেলিয়ার কাছে ১৮৪ রানে পরাজিত হয় ভারত। বর্ডার গাওস্কর সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়েছে টিম ইন্ডিয়া। তারপরই ক্ষুব্ধ কোচ গৌতম গম্ভীর ক্রিকেটারদের উদ্দেশে ঝাঁঝালো বক্তব্য রাখেন। গম্ভীর নাকি বলেন, 'যথেষ্ট হয়েছে।' তাঁকে ভীষণ বিরক্ত ও হতাশ দেখিয়েছে বলেই খবর।